IPL 2025: ২০২২ সালে আইপিএলে (IPL) পথচলা শুরু করেছিলো সঞ্জীব গোয়েঙ্কার মালিকানাধীন লক্ষ্ণৌ সুপারজায়ান্টস। নিজেদের প্রথম মরসুমেই তারা ছিনিয়ে নিয়েছিলো শেষ চারের টিকিট। কিন্তু এলিমিনেটর ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর চ্যালেঞ্জ টপকাতে পারে নি তারা। দ্বিতীয় ম্যাচেও দেখা গিয়েছিলো একই ছবি। এলিমিনেটরে বাধা হয়ে দাঁড়ায় মুম্বই ইন্ডিয়ান্স। সমস্যা গভীরতর হয় তৃতীয় বছরে। ২০২৪-এর আইপিএলে পরপর কিছু গুরুত্বপূর্ণ ম্যাচ হেরে প্লে-অফের দৌড় থেকে ছিটকে গিয়েছিলো লক্ষ্ণৌ (LSG)। নড়েচড়ে বসেন কর্মকর্তারা। কে এল রাহুল, ক্রুণাল পাণ্ডিয়াদের মত তারকাদের ছেঁটে ফেলতে দ্বিধা করেন নি তাঁরা। জেড্ডার মেগা নিলামে নতুন করে দল গড়ার প্রয়াস ছিলো লক্ষ্ণৌ’র রেকর্ড অর্থে তারা দলে নেয় ঋষভ পন্থকে। তাঁর নেতৃত্বেই এবার মাঠে নামবে দল। কেমন হতে পারে ফ্র্যাঞ্চাইজির সেরা একাদশ? রইলো বিস্তারিত।
Read More: IPL 2025: ৩ টি শক্তিশালী দিক যার জন্য পাঞ্জাব কিংসের হাতে উঠবে আইপিএল ট্রফি !!
লক্ষ্ণৌর ভরসা তাদের মিডল অর্ডার-

লক্ষ্ণৌ সুপারজায়ান্টসের (LSG) জার্সিতে এবার দেখা মিলবে নতুন ওপেনিং জুটি’র। ইনিংসের শুরুতে মাঠে নামতে পারেন দক্ষিণ আফ্রিকার এইডেন মার্করাম (Aiden Markram) ও অস্ট্রেলিয়ার মিচেল মার্শ (Mitchell Marsh)। টি-২০’র দুনিয়ায় দু’জনেই পরিচিত মুখ। পাওয়ার-প্লে’কে ব্যবহার করে সুপারজায়ান্টস শিবিরকে শক্ত ভিতের উপর দাঁড় করানোর দায়িত্ব থাকবে তাঁদের কাঁধে। লক্ষ্ণৌ’র মিডল অর্ডারে আসন্ন আইপিএলে (IPL) অন্যতম সেরা বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। অধিনায়ক ঋষভ পন্থকে (Rishabh Pant) তিন নম্বরে ব্যবহার করতে পারেন কোচ জাস্টিন ল্যাঙ্গার। টপ-অর্ডারে নেমে বড় ইনিংস খেলার জন্য যথেষ্ট সময় পাবেন বাম হাতি উইকেটরক্ষক-ব্যাটার, যা সাফল্য এনে দিতে পারে লক্ষ্ণৌকে। বিগত বছরগুলিতে ফিনিশার হিসেবে খেললেও এবার টিম কম্বিনেশনের জন্য নিকোলাস পুরান নামতে পারেন চারে।
লক্ষ্ণৌ সুপারজায়ান্টসের (LSG) ব্যাটিং অর্ডারের পাঁচ নম্বরে দেখা যেতে পারে ডেভিড মিলারকে (David Miller)। ভালো ফর্মে রয়েছেন দক্ষিণ আফ্রিকান তারকা। চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে সম্প্রতি দুর্দান্ত শতরান করেছেন তিনি। আইপিএলেও (IPL) ‘ফিনিশার’ হিসেবে নজর কাড়তে পারেন তিনি। এছাড়া থাকছেন আয়ুষ বাদোনি (Ayush Badoni)। দিল্লীর তরুণ ইতিমধ্যেই ফ্র্যাঞ্চাইজি টি-২০ লীগে নিজের দক্ষতার স্বাক্ষর রেখেছেন। ঘরোয়া ক্রিকেটে গত এক-দেড় বছর বেশ ধারাবাহিক তিনি। এবারও লক্ষ্ণৌ ব্যাটিং-এর ছয় নম্বরে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারেন তিনি। সাত নম্বরে নেমে শাহবাজ আহমেদ গভীরতা প্রদান করতে পারেন সুপারজায়ান্টস ব্যাটিং-কে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু থেকে আইপিএল (IPL) অভিযান শুরু করেছিলেন বাংলার অলরাউন্ডার। হায়দ্রাবাদে এক মরসুম কাটিয়ে এবার তিনি নবাবের শহরে।
ল্যাঙ্গারের ভাবনায় দুই স্পিনার, তিন পেসার-

লক্ষ্ণৌ সুপারজায়ান্টসের (LSG) বোলিং কম্বিনেশন ঠিক কি হবে তা নিয়ে জল্পনা রয়েছে ক্রিকেটমহলে। ১১ কোটি টাকায় তারা মায়াঙ্ক যাদবকে রিটেন করেছিলো আসন্ন মরসুমের জন্য। কিন্তু চোটের কারণে অনিশ্চিত হয়ে পড়েছেন তিনি। আপাতত তাঁকে বাদ দিয়েই দল সাজানোর কথা ভাবতে হচ্ছে কোচ জাস্টিন ল্যাঙ্গারকে। পেস বিভাগে তাঁর প্রথম পছন্দ হতে পারেন বাংলার আকাশ দীপ (Akash Deep)। আট নম্বরে ব্যাট হাতে নেমেও কার্যকরী ক্যামিও খেলতে সক্ষম তিনি। যা বাড়তি সুবিধা করে দিতে পারে দল’কে। এনসিএ’র সবুজ সংকেত মিললে লক্ষ্ণৌ একাদশে দেখা যাবে আবেশ খান (Avesh Khan) ও মহসীন খানকেও। দুই স্পিনার খেলানোর ভাবনা থাকতে পারে টিম ম্যানেজমেন্টের। অলরাউন্ডারের শাহবাজের সাথে বিশেষজ্ঞ স্পিনার হিসেবে খেলতে পারেন রবি বিষ্ণোই (Ravi Bishnoi)। ঘূর্ণি পিচে আবেশের বদলে দেখা যেতে পারে সিদ্ধার্থ মণিমরণকেও।
লক্ষ্ণৌ’র সম্ভাব্য সেরা একাদশ-
এইডেন মার্করাম ✈️, মিচেল মার্শ ✈️, ঋষভ পন্থ (অধিনায়ক/উইকেটরক্ষক), নিকোলাস পুরান ✈️, ডেভিড মিলার ✈️, আয়ুষ বাদোনি, শাহবাজ আহমেদ, রবি বিষ্ণোই, আকাশ দীপ, মহসীন খান, আবেশ খান/সিদ্ধার্থ মণিমরণ।