IPL 2025: অধিনায়ক হিসেবে আইপিএল ট্রফি জয় করা অনেক বড়ো বিষয়। টুর্নামেন্টের মেগা নিলামের ফলে এই বছর আইপিএল (IPL 2025) দলগুলিতে একাধিক অধিনায়কের পরিবর্তন ঘটেছে। লখনউ সুপার জায়ান্টাসের (Lakhnow Super Giants) এবার নেতৃত্ব দিতে চলেছেন ঋষভ পান্থ (Rishabh Pant)। কিন্তু ভারতীয় তারকা এই ব্যাটসম্যান এখনও পর্যন্ত অধিনায়ক হিসেবে সফলতা পাননি। অন্যদিকে এই বছর লখনউ দলে এইডেন মার্করামের (Aiden Markram) মতো ট্রফি জয়ী অভিজ্ঞ অধিনায়ক রয়েছেন। ফলে মার্করামকে বাদ দিয়ে পান্থকে অধিনায়ক করা বড়ো ভুল বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
পান্থকে নিয়ে ভুল সিদ্ধান্ত লখনউয়ের-

২০২৫ আইপিএলের মেগা নিলামে লখনউ সুপার জায়েন্টস (LSG) ২৭ কোটি টাকার রেকর্ড দামে পান্থকে (Rishabh Pant) নিজেদের দলে নিয়েছে। এর আগে তিনি দিল্লি ক্যাপিটালসের (DC) হয়ে দীর্ঘদিন গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন। তবে অধিনায়ক হিসেবে দিল্লিকে এই তারকা ব্যাটসম্যান ট্রফি এনে দিতে পারেননি। তবুও তার কাঁধেই লখনউ সুপার জায়ান্টস (LSG) এই বছর আইপিএলে (IPL 2025) অধিনায়কত্বের দায়িত্ব তুলে দিল। ঋষভ পান্থের (Rishabh Pant) বদলে অভিজ্ঞ এইডেন মার্করামকে (Aiden Markram) এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া উচিত ছিল বলে বিশেষজ্ঞরা মনে করছেন। কারণ ২০২৩ এসএ টোয়েন্টি (SA20) টুর্নামেন্টে এই দক্ষিণ আফ্রিকান তারকার নেতৃত্বেই সানরাইজার্স ইস্টার্ন কেপ (SEC) চ্যাম্পিয়ন হয়েছিল। এমনকি এইডেন মার্করাম (Aiden Markram) টুর্নামেন্টের সেরা নির্বাচিত হয়েছিলেন। অন্যদিকে ২০১৪ সালের অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে প্রথম দক্ষিণ আফ্রিকা চ্যাম্পিয়ন হয়। এই দলকেও মার্করাম নেতৃত্ব দিয়েছিলেন। ফলে পান্থের থেকে এই প্রটিয়া তারকার ট্রফির জয়ের অভিজ্ঞতা অনেক বেশি।
আইপিএলে লখনউ সুপার জায়েন্টসের পারফর্ম্যান্স-

লখনউ (LSG) ২০২২ সালে আইপিএলে আত্মপ্রকাশ করে। অধিনায়ক কেএল রাহুলের (KL Rahul) নেতৃত্বে প্রথম বছরেই এলএসজি লিগ পর্বে তৃতীয় স্থানে শেষ করে প্লে অফে জায়গা করে নিয়েছিল। ২০২৩ আইপিএলেও প্লে অফে জায়গা করে নেয় লখনউ। তবে গত বছর ১৪ ম্যাচের মধ্যে ৭ ম্যাচে হারের সম্মুখীন হয়ে লিগ পর্যায় থেকেই তারা টুর্নামেন্টের বাইরে চলে যায়। এই বছর মেগা নিলামের আগে লখনউ (LSG) নিকোলাস পুরান (Nicholas Pooran), রবি বিষ্ণোই (Ravi Bishnoi), মহসিন খান (Mohsin Khan), মায়াঙ্ক যাদব (Mayank Yadav) এবং আয়ুষ বাদোনির (Ayush Badoni) মতো ক্রিকেটারকে দলে ধরে রেখে ছিল। এরপর নিলামে তারা ঋষভ পান্থ (Rishabh Pant), এইডেন মার্করামের (Aiden Markram) সঙ্গে ডেভিড মিলার (David Miller , মিচেল মার্শ Mitchell Marsh, আকাশ দীপ (Akash Deep), আবেশ খানের (Avesh Khan) মতো তারকা ক্রিকেটারদের দলে সই করিয়েছে। এই বছর আইপিএল এলএসজি (LSG) প্রথম ম্যাচে ২২ মার্চ দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হবে।