LSG vs SRH: মার্শ-মার্করামের বিধ্বংসী পার্টনারশিপ, প্রথম ইনিংসে ২০৫ রান সংগ্রহ করলো হায়দ্রাবাদ !! 1

IPL 2025: আজ আইপিএলে লখন‌উ সুপার জায়ান্টস (LSG) অন্যতম মহারণে সানরাইজার্স হায়দ্রাবাদের (SRH) বিপক্ষে মাঠে নেমেছে। ইতিমধ্যেই চলতি টুর্নামেন্টে গুজরাট টাইটান্স, পাঞ্জাব কিংস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু প্লে অফে নিজেদের জায়গা করে নিয়েছে। ফলে লখন‌উয়ের কাছে শেষ চারে পৌঁছানোর লড়াই অনেকটাই কঠিন হয়ে গেছে। অন্যদিকে হায়দ্রাবাদ একের পর এক ম্যাচে হারের সম্মুখীন হয়ে প্লে অফের দৌড় থেকে ছিটকে গেছে। এইদিকে আজ ম্যাচে প্যাট কামিন্স (Pat Cummins) প্রথমে টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নেন। প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে লখন‌উয়ের হয়ে ব্যাট হাতে জ্বলে উঠেছিলেন এইডেন মার্করাম (Eiden Markram) এবং মিচেল মার্শ (Mitchell Marsh)। এরপর নিকোলাস পুরানের হাত ধরে প্রথম ইনিংসে ২০৫ রান সংগ্রহ করেছে লখন‌উ সুপার জায়ান্টস (LSG)।

Read More: ভারতের নতুন এই টেস্ট অধিনায়কের নাম প্রকাশ শুধু সময়ের অপেক্ষা, জাতীয় নির্বাচকদের পছন্দে এগিয়ে তিনি !!

দুরন্ত ওপেনিং জুটি-

LSG vs SRH: মার্শ-মার্করামের বিধ্বংসী পার্টনারশিপ, প্রথম ইনিংসে ২০৫ রান সংগ্রহ করলো হায়দ্রাবাদ !! 2
LSG vs SRH | Images: Getty Images

হায়দ্রাবাদের বিপক্ষে ম্যাচে এইডেন মার্করাম (Eiden Markram) এবং মিচেল মার্শ (Mitchell Marsh) ওপেনিং করতে নেমে ব্যাট হাতে বিধ্বংসী হয়ে উঠেছিলেন। দুজনে মিলে আজ প্রথম থেকেই দ্রুত স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যান। ৩৯ বলে ৬৫ রানের ইনিংস গড়েন মিচেল মার্শ (Mitchell Marsh)। তার ব্যাট থেকে ৬ টি চার এবং ৪ টি ছয় আসে। ১০.৩ ওভারে হর্ষ দুবের (Harsh Dubey) করা বলে ঈশান মালিঙ্গাকে (Eshan Malinga) ক্যাচ দিয়ে বসেন মার্শ (Mitchell Marsh)। উল্লেখ্য এটি দুবের (Harsh Dubey) আইপিএলের প্রথম উইকেট ছিল। এরপর এইডেন মার্করামের (Eiden Markram) সঙ্গে গুরুত্বপূর্ণ সময় ঋষভ পান্থ ব্যাট করতে মাঠে নামেন। কিন্তু এই তারকা ব্যাটসম্যান আবারও আজ ব্যাট হাতে সম্পূর্ণ পরাস্ত হয়ে সমর্থকদের হতাশ করেছেন। লখন‌উয়ের অধিনায়কের ব্যাট থেকে ৬ বলে মাত্র ৭ রান আসে। এইরকম পরিস্থিতিতে মার্করাম (Eiden Markram) একদিক থেকে ধরে রেখে স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যান। তিনি ৩৮ বলে ৬১ রানের ইনিংস গড়েন। ৪ টি চার এবং ৪ টি ছয় দিয়ে এই ইনিংসটি সাজিয়েছেন লখন‌উ ওপেনার।

পুরানের ফিনিশিং-

LSG vs SRH: মার্শ-মার্করামের বিধ্বংসী পার্টনারশিপ, প্রথম ইনিংসে ২০৫ রান সংগ্রহ করলো হায়দ্রাবাদ !! 3
LSG vs SRH | Images: Getty Images

ম্যাচে চতুর্থ নম্বরে লখন‌উয়ের হয়ে ব্যাটিং করতে নেমে নিকোলাস পুরান (Nicholas Pooran) দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন। এইডেন মার্করাম আউট হয়ে যাওয়ার পর তিনি স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যান। আয়ুশ বাদোনি (Ayush Badoni) মাত্র ৩ রানে আউট হয়ে গেলেও পুরান ব্যাটিং অর্ডারের আত্মবিশ্বাস ধরে রেখেছিলেন। এই তারকার ব্যাটসম্যান ব্যাট থেকে ২৬ বলে ৪৫ রান আসে। এই রানের ওপর ভর করে লখন‌উ সুপার জায়ান্টস প্রথম ইনিংসে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২০৫ রান সংগ্রহ করেছে। হায়দ্রাবাদের হয়ে ৪ ওভারে ২৮ রান দিয়ে ২ টি উইকেট তুলে নিয়েছেন ঈশান মালিঙ্গা (Eshan Malinga)। একটি করে উইকেট শিকার করেছেন হর্য দুবে (Harsh Dubey) এবং হর্ষল প্যাটেল।

Read Also: IPL 2025: “দলটাই বানাতে পারে নি ওরা…” ব্যর্থতার সম্পূর্ণ দায় KKR ম্যানেজমেন্টের কাঁধেই চাপালেন অ্যারন ফিঞ্চ !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *