IPL 2025: আজ আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামতে দেখা যাবে দিল্লি ক্যাপিটালস এবং লখনউ সুপার জায়ান্টসকে (DC vs LSG)। বিশাখাপত্তনমের পিচে একটি জমজমাট ম্যাচের জন্য অপেক্ষা করছেন ক্রিকেট ভক্তরা। লখনউ ইতিমধ্যেই নতুন অধিনায়ক হিসেবে ঋষভ পান্থের (Rishabh Pant) নাম প্রকাশ করেছে। এই অভিজ্ঞ তারকা দলের একাদশে একাধিক চমক আনবেন বলে বিশেষজ্ঞরা মনে করছেন। দিল্লি ক্যাপিটালসের (DC) বিপক্ষে মাঠে নামার আগেই আইপিএলের দীর্ঘদিনের এক যোদ্ধাকে খুঁজে বার করেছে লখনউ। মেগা নিলামে দল না পেলেও এবার নতুন দল এলএসজিতে জ্বলে উঠতে প্রস্তুত শার্দুল ঠাকুর (Shardul Thakur)।
Read More: IPL 2025: বল টেম্পারিংয়ের অভিযোগে ফাঁসলেন CSK অধিনায়ক সহ এই খেলোয়াড়, হতে পারেন নিষিদ্ধ !!
নতুন দলের হয়ে জ্বলে উঠবেন শার্দুল ঠাকুর-

শার্দুল ঠাকুর (Shardul Thakur) দীর্ঘদিন চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) মতো সফল দলের অন্যতম তারকা পেসার ছিলেন। তবে ২০২২ সালে তিনি দিল্লি ক্যাপিটালসে (Delhi Capitals) যোগদান করেন। গত বছর ১০.৭৫ কোটি টাকার বিনিময়ে এই সিএসকে প্রাক্তনীকে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। তবে এই বছর মেগা নিলামের আগে নাইট শিবির তাকে ছেড়ে দেয়। নিলামে কোন দল পাননি তিনি। তবে শার্দুল ঠাকুরের ভাগ্য ঘুরেছে। মহসিন খানের (Mohsin Khan) চোটের কারণে পরিবর্ত হিসাবে লখনউ এই পেসারকে দলে নিয়ে চমক দিয়েছে। শার্দুল ঠাকুরকে (Shardul Thakur) সামনে রেখে দিল্লী ক্যাপিটালসের (DC) বিপক্ষে নতুন করে ছক সাজাচ্ছেন ঋষভ পান্থ (Rishabh Pant)। ফলে আজ নতুন জার্সিতে বল হাতে জ্বলে উঠতে পারেন এই তারকা পেসার।
আইপিএলের অন্যতম সফল পেসার শার্দুল-

২০১৮ এবং ২০২১ সালে চেন্নাই সুপার কিংসের ট্রফি জয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন শার্দুল ঠাকুর (Shardul Thakur)। তিনি এখনও পর্যন্ত আইপিএলে ৯৫ ম্যাচে ৯৪ টি উইকেট সংগ্রহ করেছেন। আন্তর্জাতিক ক্রিকেটও বল হাতে নিজের অবদান রেখেছেন এই তারকা পেসার। ভারতের হয়ে ৪৭ টি একদিনের ম্যাচে সংগ্ৰহ করেছেন ৬৫ টি উইকেট। জাতীয় দলের হয়ে ২৫ টি টি-টোয়েন্টি ম্যাচে তার ঝুলিতে আছে ৩৩ টি উইকেট। গত বছর আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের (KKR) হয়ে শার্দুল ঠাকুর (Shardul Thakur) ৯ ম্যাচে ৫ টি উইকেট সংগ্রহ করেছিলেন। এই বছর লখনউয়ের হয়ে সুযোগ পেলে নতুন রঙে ভয়ংকর হয়ে উঠতে পারেন তিনি। অন্যদিকে বল ছাড়াও ব্যাট হাতেও দলকে জয় এনে দেওয়ার বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন এই তারকা পেসার।