৭. জয়দেব উনাদকাট
ঘরোয়া ক্রিকেটে অন্যতম সফল বলার হলেন জয়দেব উনাদকাট (Jaydev Unadkat), এবছর ১ কোটি টাকায় LSG তাদের দলে সামিল করে নেয়, ইনফর্ম বামহাতি তরুণ বলার দলের গুরুত্বপূর্ণ সদস্য হয়ে উঠতে পারেন, তিনি ৯১টি ম্যাচ মিলে ১৬৪ রান করেছিলেন ও তার গড় ছিল ১৩.৬৭ এবং ১২৩.৩১ স্ট্রাইক রেট ছিল। তিনি বল হাতে নিয়েছিলেন ৯১ টি উইকেট ও তার ইকোনমি রেট ছিল ৮.৭৯।