৫. মার্কাস স্টইনিস
অজি ক্রিকেটার মার্কাস স্টইনিসকে (Marcus Stoinis) গত বছর ড্রাফটের মাধ্যমে কিনেছিল LSG দল, দলের হয়ে গতবছর তুলনামূলক প্রদর্শন দেখাতে ব্যার্থ হয়েছিলেন। যদিও তার প্রতিভার উপর আস্থা রেখেছে দল, শুধু ব্যাট হাতে নয়, বল হাতে ও তার ফিল্ডিং বেশ প্রশংসনীয়।
মার্কাস স্টইনিস দলের হয়ে মিডিল অর্ডার সামলাবেন, তিনি আইপিএলের মাঠে ৬৭ টি ম্যাচ মিলে ১০৭০ রান করেছেন ও ২৬.১০ গড়ে এবং তার স্ট্রাইক রেট ছিল ১৩৭.৩৬। তিনি বল হাতে ৩৪ টি উইকেট নিয়েছেন ও তার ইকোনমি রেট ছিল ৯.৬১।