IPL 2023: ট্রফি জিততে মরিয়া লখনৌ সুপার জায়ান্টস (LSG), দেখে নিন দলের সেরা একাদশ !! 1

৩. দীপক হুডা

DEEPAK HOODA
DEEPAK HOODA IN IPL 2023 | Image : Getty Images

ভারতীয় টি টোয়েন্টি দলের নতুন উদীয়মান তারকা হলেন দীপক হুডা (DEEPAK HOODA)। আইপিএলে LSG-এর হয়ে তিনি প্রতিনিধিত্ব করতে দেখা যাচ্ছে, দীপকের উপর আস্থা রাখতে দেখা গিয়েছিলো দলকে। গত সিজিনে টপ অর্ডারে ব্যাটিং করতে দেখা গিয়েছিলো তাকে, তিনি আইপিএলের মাঠে ৯৫ ম্যাচ মিলে ২০.২৬ গড়ে ১২৩৬ রান করেছেন এবং তার স্ট্রাইক রেট ছিল ১৩২.০৫। তিনি বল হাতে ১০টি উইকেট নিয়েছেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *