৩. দীপক হুডা
ভারতীয় টি টোয়েন্টি দলের নতুন উদীয়মান তারকা হলেন দীপক হুডা (DEEPAK HOODA)। আইপিএলে LSG-এর হয়ে তিনি প্রতিনিধিত্ব করতে দেখা যাচ্ছে, দীপকের উপর আস্থা রাখতে দেখা গিয়েছিলো দলকে। গত সিজিনে টপ অর্ডারে ব্যাটিং করতে দেখা গিয়েছিলো তাকে, তিনি আইপিএলের মাঠে ৯৫ ম্যাচ মিলে ২০.২৬ গড়ে ১২৩৬ রান করেছেন এবং তার স্ট্রাইক রেট ছিল ১৩২.০৫। তিনি বল হাতে ১০টি উইকেট নিয়েছেন।