৭. জয়দেব উনাদকাট

ঘরোয়া ক্রিকেটে অন্যতম সফল বলার হলেন জয়দেব উনাদকাট, এবছর ১ কোটি টাকায় LSG তাদের দলে সামিল করে নেয়, এমনকি ইনফর্ম বলার তিনি, তার নেতৃত্ব এবছর সৌরাষ্ট্র রঞ্জি ট্রফিও জয়লাভ করেছে। ব্যাক্তিগত জীবনের কথা বললে জয়দেব উনাদকাটের স্ত্রী রিনি কান্তারিয়া পেশায় একজন আইনজীবী।
জয়দেব এবং রিনি এক বছর ধরে ডেটিং করার পর ২ শে ফেব্রুয়ারি ২০৩১- এ গাঁটছড়া বাঁধেন।