৪. নিকোলাস পুরান

ওয়েস্ট ইন্ডিয়ান পাওয়ার হাউস হলেন পুরান (Nicholas Pooran), দেখতে ছোটখাটো হলেও লম্বা লম্বা ছক্কা হাঁকানোর ক্ষমতা রাখেন তিনি, ওয়েস্ট ইন্ডিজ দলের প্রাক্তন অধিনায়ক পুরানকে এবার ১৬ কোটি টাকায় LSG দল কিনে নিয়েছে।
তার ব্যক্তিগত জীবনের বিষয়ে বললে, আর তাঁর বউ হলেন ক্যাথরিনা মিগেল, দুজনেরই শৈশব কেটেছে ত্রিনিদাদ ও টোবাগোর ছাগুয়ানা শহরে। সেখানেই স্কুল-কলেজের পড়াশোনা করেছেন তাঁরা। ছোটবেলা থেকেই বন্ধু ছিলেন তাঁরা। ছোটবেলার বন্ধুত্বই ২০১৪ সালে গড়িয়েছিল প্রেমে। তারপর ২০২০ সালের নভেম্বরে দুজনে সেরে ফেলেন বিয়ে।