IPL 2023: আইপিএল 2023-এর লখনৌ সুপার জায়ান্টসের (LSG) খেলোয়াড়দের স্ত্রী এবং গার্লফ্রেন্ড !! 1

৩. দীপক হুডা

Deepak Hooda with his gf
Deepak Hooda with his gf | IPL 2023

ভারতীয় টি টোয়েন্টি দলের নতুন উদীয়মান তারকা হলেন দীপক হুডা, আইপিএলে LSG-এর হয়ে তিনি প্রতিনিধিত্ব করে থাকেন এবং নিজেকে বেশ ভালো ভাবেই মেলে ধরেছেন তিনি, আইপিএলের ময়দানে প্রদর্শন দেখিয়ে তিনি জাতীয় দলে ডাক পেয়েছেন যেখানে তিনি সুযোগ পেয়েই টি টোয়েন্টি ফরম্যাটে শতরান জুড়ে দিয়েছেন।

তার ব্যক্তিগত জীবন নিয়ে বলতে গেলে দীপক হুডা এখনো বিয়ে করেননি কিন্তু তার একজন বান্ধবী আছে যার নাম স্নেহা। সর্বশেষ খবর অনুযায়ী, শিগগিরই বিয়ে করতে চলেছেন স্নেহা ও দীপক ।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *