২. কুইন্টন ডি কক

দক্ষিণ আফ্রিকার ওপেনিং ব্যাটসম্যান কুইন্টন ডি কক (Quinton De Kock) এই দলের হয়ে ওপেনিং করে সুযোগ পেয়েছেন, তরুণ উইকেটরক্ষক গত বছর বেশ দুর্দান্ত ফর্মে ছিলেন, এবছরও তিনি তার পুরানো ফর্ম দেখাতে চাইবেন।
তিনি বেশ অল্প বয়সেই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন, তার গার্লফ্রেন্ড সাশা হার্লি, ২০১২ সালে চ্যাম্পিয়ন্স লীগ টি টোয়েন্টি মুম্বই ইন্ডিয়ান্স বনাম কিংসের ম্যাচ চলাকালীন দুজনের প্রথম আলাপ হয়, সেই ম্যাচে তিনি একজন চিয়ারলিডার ছিলেন। এর আগে ফেসবুকে একে অপরের সঙ্গে বার্তালাভও করেছিলেন।
চিয়ারলিডারের সঙ্গে একজন ক্রিকেটারের সম্পর্কের কথা খুব একটা শোনা যায় না। কিন্তু কুইন্টন ডি কক আর সাশার জীবনের কাহিনী সম্পূর্ণ আলাদা। তাঁদের জুটি অসাধারণ।এরপর থেকেই তাদের সম্পর্ক আরও জোরালো হতে শুরু করে এবং তারা দুজনে ২০১৬ সালে বিবাহ করেন।