১০. কৃষ্ণপ্পা গৌতম

কর্ণাটক প্রিমিয়ার লিগে দুরন্ত প্রদর্শন দেখিয়ে LSG দলে সুযোগ পেয়েছেন কৃষ্ণপ্পা গৌতম (Krishnappa Gowtham), এর আগে রাজস্থান রয়্যালস ও চেন্নাই সুপার কিংস দলের হয়ে খেলার সুযোগ পেয়েছেন তিনি।
তার বৈবাহিক জীবনের কথা বললে তার স্ত্রীর নাম হলো অর্চনা সুন্দর। এবং তিনি কৃষ্ণাপ্পা গৌথামের সাথে বিয়ের আগে দীর্ঘদিন ধরে একে অপরকে ডেট করছিলেন। তারা ২০১৩ সাল থেকে একসাথে রয়েছে, দীর্ঘ ছয় বছর সম্পর্কে থাকার পর, অর্চনা সুন্দর এবং কৃষ্ণাপ্পা গৌথাম অবশেষে ৭ ডিসেম্বর, ২০১৯-এ গাঁটছড়া বাঁধেন৷