মার্চ মাসের ২২ তারিখেই শুরু হচ্ছে আইপিএল (IPL 2025)। উত্তেজনা ও উন্মাদনা নিয়ে শুরু হতে চলেছে আইপিএলের ১৮তম মৌসুম। প্রথম দিনেই ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি হতে চলেছে ব্যাঙ্গালুরু দল। তবে, আইপিএল শুরুর মাত্র ছয় দিন আগে উঠে আসলো এক আপত্তিকর ঘটনা। লখনৌ সুপার জায়ান্টস (LSG) এখন গভীর বিপদে! একেরপর এক তারকা ক্রিকেটারকে নিয়ে বেড়েই চলেছে চিন্তা। আসলে, এবারের আইপিএলে ভারতীয় পেসারদের উপরেই ভরসা করে দল তৈরি করেছে লখনৌ সুপার জায়ান্টস (LSG)। আর ভারতীয় তরুণ পেসাররা এখন সব ব্যাঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে রিহ্যাব করতে ব্যস্ত।
NCA-তে সময় কাটাচ্ছেন মায়াঙ্ক

প্রসঙ্গত, দলের প্রধান পেস বোলার মায়াঙ্ক যাদব (Mayank Yadav) পিঠের চোটের কারণে ভুগছেন। তিনি দলের পেস আক্রমণের একটি গুরুত্বপূর্ণ অংশ এবং ফ্র্যাঞ্চাইজি তাকে এই মরসুমে ১১ কোটি টাকায় ধরে রাখার সিদ্ধান্ত নিয়েছিল। পাশাপশি, দলের আরও দুই গুরুত্বপূর্ণ পেসার, মহসিন খান (Mohsin Khan) এবং আবেশ খান (Avesh Khan) চোটের কারণে ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে সময় কাটাচ্ছেন। আইপিএলের দিনক্ষণ এগিয়ে আসার সাথে সাথেই চাপ বেড়েছে লখনৌ শিবিরে।
Read More: IPL 2025: দ্বিতীয় রিঙ্কু সিং-এর খোঁজ পেলো নাইট রাইডার্স, ঝড় তুলবেন আসন্ন আইপিএলে !!
জানা গিয়েছে, লখনৌ দল NCA-এর কতৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে মায়াঙ্ককে পুরো আইপিএল থেকে ছিটকে দেওয়ার জন্য অনুরোধ করেছিল। তবে, এই খবর অস্বীকার করেছিল লখনৌ কতৃপক্ষরা। বিসিসিআইয়ের এক কর্তা বিষয়টির সত্যতা সমানে এনেছেন। মন্তব্য করে তিনি বলেছেন, “প্রথমবারের মতন কোনো আইপিএল দল এরকম অদ্ভুত দাবি করেছিল। এমন আবেদন শুনে আকাশ থেকে পড়েছে NCA।” তবে, আইপিএল শুরু হতে বেশি সময় বাঁকি নেই, আর দ্বিতীয় দিনেই দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হতে হবে লখনৌ দলকে।
কঠিন সিদ্ধান্ত নিলো LSG
দলের কাছে এখন সবচেয়ে বড় চিন্তার বিষয় হয়ে উঠেছে, যদি মায়াঙ্ক, মহসিন, এবং আবেশের ছোট। তিনজনেই যদি প্রথম ম্যাচে না খেলতে পারেন, তাহলে দিল্লী ক্যাপিটালসের বিপক্ষে দলের একমাত্র পেসার হিসেবে বাংলার আকাশদীপ হতে চলেছেন শেষ ভরসা। বেশ কিছুদিন আগে জানা গিয়েছিল আইপিএলের প্রথমার্ধ থেকে ছিটকে গিয়েছেন মায়াঙ্ক। তবে, সূত্রের খবর যদি সঠিক হয়, তাহলে লখনৌ দল চাইছে মায়াঙ্ক যাদবকে পুরো টুর্নামেন্ট থেকে ছিটকে দিয়ে তাঁর বদলে অন্য কোনো খেলোয়াড়কে শামিল করতে।