লর্ডসের গেটে অপমান, ভারতীয় তারকাকে ঢুকতে দিলো না গার্ড !! 1

লর্ডসে অনুষ্ঠিত ইংল্যান্ড ও ভারতের তিনটি টেস্ট ম্যাচের পর, ভারত (Team India) বর্তমানে পাঁচ ম্যাচের অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফিতে ১-২ ব্যবধানে পিছিয়ে আছে। হেডিংলিতে প্রথম ম্যাচ হারার পর, এজবাস্টনে ভারত ঘুরে দাঁড়িয়েছিল। কিন্তু লর্ডসের তৃতীয় টেস্টে ২২ রানে হারতে হয়েছিল টিম ইন্ডিয়াকে। স্টেডিয়ামের ভেতরে যখন ভারত ম্যাচ বাঁচাতে হিমশিম খাচ্ছিল, তখন মাঠের বাইরে আর এক ভারতীয় ক্রিকেটার তার সম্মানের জন্য লড়াই করছিলেন। সোশ্যাল মিডিয়ায় এই সংক্রান্ত একই ভিডিও বেশ ভাইরাল হয়েছে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে নিরাপত্তারক্ষী জিতেশ শর্মাকে চিনতে পারেননি যে কারণে লর্ডসে তাঁর মধ্যে ঢোকা সম্ভব হচ্ছিল না।

লর্ডসে ঢোকার অনুমতি পাননি জিতেশ

Team india
Jitesh Sharma | Image: Twitter

প্রসঙ্গত, ভারত-ইংল্যান্ড তৃতীয় টেস্ট দেখতে লর্ডসে গিয়েছিলেন জিতেশ শর্মা (Jitesh Sharma)। সদ্য আইপিএলে দুরন্ত পারফরম্যান্স দেখিয়ে বেশ জনপ্রিয়তা অর্জন করেছিলেন জিতেশ। তবে, ভারতীয় দলের এই তরুণ উইকেটরক্ষক-ব্যাটারকে স্টেডিয়ামে ঢুকতে বাধা দিচ্ছেন নিরাপত্তাকর্মীরা। সমাজমাধ্যমে এমন একটি ভিডিয়ো ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। তবে, ওদিন আসলে কি ঘটেছে তার ব্যাখ্যা দিলেন প্রাক্তন ভারতীয় খেলোয়াড় দীনেশ কার্তিক (Dinesh Karthik)। আসলে, লর্ডসের গেটে জিতেশের আটকে পড়ার ভিডিয়ো ভাইরাল হওয়ার পর সোচ্চার হন নেটিজেনরা। যার পরেই বাধ্যতামূলক ভাবে যেন মুখ খুললেন দীনেশ। ভারতীয় দলের হয়ে ন’টি টি-টোয়েন্টি ম্যাচ খেলা উইকেটরক্ষক-ব্যাটারের সঙ্গে লর্ডসের নিরাপত্তাকর্মীদের আচরণ নিয়ে উঠেছে প্রশ্ন।

Read More: Team India: বাংলাদেশ সিরিজের জন্য নতুন সূচী ঘোষণা BCCI’র, আগস্টে নয় এই নতুন সময়ে যাবে টিম ইন্ডিয়া !!

কার্তিকের দৌলতে এন্ট্রি মেলে জিতেশের

লর্ডসের গেটে অপমান, ভারতীয় তারকাকে ঢুকতে দিলো না গার্ড !! 2
Jitesh Sharma and Dinesh Karthik | Image: Twitter

সমাজমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিয়োর ব্যাখ্যা দিয়েছেন দীনেশ কার্তিক। কার্তিক মন্তব্য করে জানিয়েছেন, “এটা যেভাবে পরিবেশ করা হচ্ছে তেমন সত্যিই কিছু হয়নি, আমি জিতেশকে ধারাভাষ্যকারদের বক্সে আমন্ত্রণ জানিয়েছিলাম। ওকে ধারাভাষ্য বক্সে আসতে বাঁধা দিয়েছিল নিরাপত্তাকর্মীরা। তবে, সে খবর পাওয়ার পর আমি সেখানে যায় এবং ওকে নিয়ে আসি। এই ঘটনাটি মাঠের প্রবেশ পথের বাইরে ঘটেনি, এটা মিডিয়া সেন্টারের নীচের গেটে ঘটেছিল।” কার্তিক মন্তব্য করে আরও বলেছেন, “বিষয়টিকে যে ভাবে দেখানো হচ্ছে, সেটা আদেও নয়। সোশ্যাল মিডিয়ায় অনেক বিভ্রান্তি তৈরি হয়। এটাও তেমনই একটা।’’  উল্লেখ্য, অ্যান্ডারসন-তেন্ডুলকর ট্রফির অন্যতম ধারাভাষ্যকার কার্তিক। এবছর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দলের ব্যাটিং কোচের ভূমিকা পালন করেছিলেন কার্তিক, আর দলে তাঁর প্রতিস্থাপক হিসাবে জিতেশ শর্মাকে বাছাই করে নিয়েছিলেন। আর জিতেশ দুরন্ত ছন্দ দেখিয়েছিলেন। সেই সুত্রেই তাঁকে লর্ডসের ধারাভাষ্যকারদের বক্সে আমন্ত্রণ জানিয়েছিলেন কার্তিক।

Read Also: আবার‌ও বিয়ের পিঁড়িতে সানিয়া মির্জা, শামি-সিরাজ নন এই কোটিপতি ব্যবসায়ীর সঙ্গে বলবেন ‘কবুল হ্যায়’ !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *