চ্যাম্পিয়ন্স ট্রফি (Champions Trophy 2025) জয়ের পর ভারতীয় ভক্তদের উচ্ছ্বাস এখন ক্রিকেট বিশ্বের আনাচে-কানাচে ছড়িয়ে পড়েছে। অন্যদিকে এই বছর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালও (WTC Final 2025) অনুষ্ঠিত হবে। এর আগে দুবার এই টুর্নামেন্টের ফাইনালে জায়গা করে নিয়েছিল ‘মেন ইন ব্লু’-রা। কিন্তু একবারও তারা চ্যাম্পিয়ন হতে পারেনি। আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালেও পৌঁছাতে ব্যর্থ হয়েছে রোহিত শর্মার দল। গুরুত্বপূর্ণ ফাইনাল ম্যাচটিতে অস্ট্রেলিয়া দক্ষিণ আফ্রিকার (Australia vs South Africa) বিপক্ষে মাঠে নামবে। ফলে আর্থিক ক্ষতির মুখে পড়তে চলেছে লর্ডস স্টেডিয়াম।
ডব্লিউটিসি ফাইনালে আর্থিক ক্ষতির মুখে লর্ডস-

এই বছর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (WTC) ফাইনাল ১১ জুন থেকে ইংল্যান্ডের ঐতিহ্যবাহী স্টেডিয়াম লর্ডসে অনুষ্ঠিত হতে চলেছে। ফাইনালে শেষবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া দক্ষিণ আফ্রিকার (AUS vs SA) বিপক্ষে মাঠে নামবে। তার আগেই এই গুরুত্বপূর্ণ ফাইনালে জন্য সেজে উঠছে লর্ডস। কিন্তু ভারত না থাকায় আর্থিক ক্ষতির মুখে পড়েছে এই স্টেডিয়াম। ব্লু ব্রিগেডরা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে জায়গা করে নেবে বলে মনে করা হচ্ছিল। ফলে লর্ডসের কতৃপক্ষ টিকিটের দাম অনেকটাই বাড়িয়ে দেয়। কিন্তু রোহিত শর্মার দল ধারাবাহিকভাবে হারের সম্মুখীন হলে সমস্ত পরিসংখ্যান বদলে যায়। বর্তমানে টিকিটের দাম ৫০ পাউন্ড কমিয়ে আনা হয়েছে। যারা আগে বেশি টাকা দিয়ে টিকিট কিনেছিলেন তাদের অতিরিক্ত টিকিটের দাম ফিরেয়ে দেওয়া হচ্ছে। অন্যদিকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের (WTC Final 2025) জন্য টিকিটের চাহিদাও কমে গেছে। ফলে ভারত না থাকায় লর্ডসকে প্রায় ৪৫ কোটি টাকা ক্ষতির মুখে পড়তে হচ্ছে।
ধারাবাহিকভাবে টেস্টে ব্যর্থ ভারত-

সাদা বলের ক্রিকেটে রাজত্ব করলেও সম্প্রতি ভারতীয় দল টেস্ট ক্রিকেটে একের পর এক ম্যাচে হেরে ভক্তদের হতাশ করেছে। গত বছর ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে ৩ ম্যাচের টেস্ট সিরিজে হারের সম্মুখীন হয় রোহিত শর্মার দল (IND vs NZ)। অস্ট্রেলিয়ার মাটিতে বর্ডার গাভাস্কার ট্রফিতেও ঘুরে দাঁড়াতে পারেনি ‘মেন ইন ব্লু’-রা। ৩-১ ব্যবধানে হারের সম্মুখীন হয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (WTC) ফাইনাল থেকে ছিটকে যায় ভারত। ব্যাট হাতে ধারাবাহিকভাবে ব্যাট হাতে ব্যর্থ হন বিরাট কোহলি (Virat Kohli) থেকে রোহিত শর্মা (Rohit Sharma)। কোহলির ব্যাট থেকে ৫ ম্যাচে মোট ১৯০ রান এসেছিল। অন্যদিকে ২০ জুন থেকে ইংল্যান্ডের বিপক্ষে ৫ ম্যাচের টেস্ট সিরিজে মাঠে নামবে ভারতীয় দল (IND vs ENG)। এই সিরিজের গুরুত্বপূর্ণ ম্যাচের জন্য লর্ডসে টিকিটির চাহিদা অনেকটাই বেশি। ১০ জুলাই থেকে এই স্টেডিয়ামে ভারত বনাম ইংল্যান্ডের তৃতীয় টেস্ট ম্যাচটি শুরু হবে।