TOP 3 : ২০২০ আইপিএলের সেরা তিন দীর্ঘতম ছয় 1

 

আইপিএল মানেই চার ছয়ের বন‍্যা।এই জনপ্রিয় ক্রিকেট লিগের ইতিহাসে প্রথম ম‍্যাচে ব্রেন্ডন ম‍্যাককালামের ব‍্যাটিং এখনো ভুলতে পারেনি কেউই।১৫৮ রানের সেই বিধ্বংসী ইনিংস খেলাকালীন ১৩ টা ছয় মেরেছিলেন এই প্রাক্তন কিউয়ি ব‍্যাটসমান।

এই প্রতিবেদন লেখা কালীণ আইপিএলে মোট ছয়ের সংখ্যা হয়ে দাড়িয়েছে ২৭২ টি।দলগত ভাবে সবচেয়ে বেশী ছয় মেরেছে মুম্বাই ইন্ডিয়ান্স (৫৩ টি ),ব‍্যক্তিগত ভাবে সবচেয়ে বেশি ছয় মেরেছেন সন্জু স‍্যামসন (১৬)‌।আজ এখনও অবধি এবারের আইপিএলে সেরা তিন দীর্ঘতম ছয় মারার ব‍্যাটসমানের তালিকায় নজর রাখবো আমরা।

TOP 3 : ২০২০ আইপিএলের সেরা তিন দীর্ঘতম ছয় 2
১.জোফ্রা আর্চার

বোলিংয়ের পাশাপাশি ব‍্যাটিংয়েও কামাল দেখাচ্ছেন জোফ্রা আর্চার।লোয়ার অর্ডারে ব্যাটিং করতে নেমে মারছেন লম্বা শট।এবারের আইপিএলে রাজস্থান রয়‍্যালস দল মেরেছে মোট ৫৩ টি ছয়‌।এরমধ্যে আটটি এসেছে আর্চারের ব্যাট থেকে।চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ম‍্যাচে সাউথ আফ্রিকান পেসার লুঙ্গি এনগিদি’কে একটি ছয় মারেন আর্চার যা পেরিয়ে যায় ১০৫ মিটার।

TOP 3 : ২০২০ আইপিএলের সেরা তিন দীর্ঘতম ছয় 3
২. শেন ওয়াটসন

অবশেষে জয়ের রাস্তায় ফিরলো চেন্নাই সুপার কিংস।এদিন দলের জয়ের অন‍্যতম কারিগর ওয়াটসন – ডু প্লেসিস।তাদের দুরন্ত ইনিংস এদিন জয় এনে দেয় চেন্নাই দলকে দশ উইকেটে।ওয়াটসন মারে তিনটি ছয়,এর মধ্যে রবি বিশনোই’কে মারেন একটি যা পেরিয়ে যায় ১০১ মিটার।

TOP 3 : ২০২০ আইপিএলের সেরা তিন দীর্ঘতম ছয় 4
৩.শ্রেয়স আইয়ার

পান্জাবের অফ স্পিনার গৌতম’কে এবারের আইপিএলে দ্বিতীয় ম‍্যাচে, অর্থাৎ দিল্লি বনাম রাজস্থান ম‍্যাচে আক্রমণ করে দিল্লির অধিনায়ক শ্রেয়স আইয়ার।গৌতমের ফেলা অফ স্টাম্পের ডেলিভারি’কে ছয় মারার উদ্দেশ্যে ওড়ান দিল্লির অধিনায়ক।৯৯ মিটার পেরিয়ে যায় সেই ছয়‌।এদিনের ম‍্যাচে ৩৯ রান করেছিলেন আইয়ার।ওই দিনের ম‍্যাচে তিনি ছিলেন দিল্লি দলের দ্বিতীয় সর্বোচ্চ স্কোরার।‌এদিনের ম‍্যাচ গড়ায় সুপার ওভারে।ম‍্যাচ থেকে জয়লাভ করে দিল্লি ক‍্যাপিটালস।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *