Lockie Ferguson

IND vs NZ: নিউজিল্যান্ড দল ভারতে তিনটি ওডিআই সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর টি টোয়েন্টি সিরিজে মুখোমুখি হয়েছে, যেখানে দুই দল ১-১ স্কোরে দাঁড়িয়ে রয়েছে, আহেমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে তৃতীয় ও সিরিজের শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে। তৃতীয় ম্যাচের আগে ভারত অধিনায়ক হার্দিক পান্ডিয়াকে (Hardik Pandya) নিয়ে এক বিবৃতি দিলেন কিউই পেসার লকি ফার্গুসন (Lockie Ferguson), ভারতের বিরুদ্ধে চলতি সিরিজে অনেকটা সাধারণ বোলিং করছেন ফার্গুসন। দ্বিতীয় ম্যাচে মহামূল্যবান ওভারে বোলিং করতে এসে ৭ রান দিয়েদেন লকি, ফলস্বরূপ ম্যাচটি হারতে হয় নিউজিল্যান্ডকে।

রোহিতের অনুপস্থিতিতে দলের দায়িত্ব সামলাচ্ছেন হার্দিক

Hardik Pandya
Hardik Pandya is the t20i skipper in absence of Rohit Sharma

তবে লকি ফার্গুসন ও হার্দিক পান্ডিয়া, উভয়ই উভয়কে চেনেন, ২০২২ আইপিএল মৌসুমে গুজরাট টাইটানসের হয়ে একই দলে খেলেছিলেন এই দুই ক্রিকেটার, দলের অধিনায়ক হার্দিক পান্ডিয়ার অধিনায়কত্বে খেলেছেন লকি, এবার হার্দিকের অধিনায়কত্ব নিয়ে মন্তব্য করেছেন লকি, মূলত বিশ্বকাপ টি টোয়েন্টির পরে ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma), বিরাট কোহলি (Virat Kohli), লোকেশ রাহুলদের (KL RAHUL) মতন অভিজ্ঞ প্লেয়ারদের টি টোয়েন্টি দলে দেখা যায়নি, সেজন্যই দলের ভার সামলাচ্ছেন হার্দিক পান্ডিয়া। হার্দিক টানা দুটি টি-টোয়েন্টি সিরিজে ভারতকে নেতৃত্ব দিয়েছেন এবং দুটিতেই জিততে পেরেছেন। তবে, নিউজিল্যান্ডের বিপক্ষে চলমান সিরিজ সত্যিই একজন নেতা হিসেবে তার দক্ষতা পরীক্ষা হচ্ছে।

লকি ফার্গুসন করলেন হার্দিকের প্রশংসা

Lockie Ferguson
Lockie Ferguson praises Hardik Pandya’s captaincy

নিউজিল্যান্ড দলের পেসার লকি ফার্গুসন হার্দিকের অধিনায়কত্বের প্রশংসা করে বলেছেন, “হার্দিক পান্ডিয়া ভারতের জন্য একজন ব্যতিক্রমী নেতা। তার অধীনে (আইপিএল ২০২২) খেলার সময়টা আমি উপভোগ করেছি।” পাশাপাশি অধিনায়ক হিসেবে বেশ সফল হার্দিক, গুজরাট টাইটানস দলের অধিনায়ক হিসেবে প্রথম প্রচেষ্টায় আইপিএল ২০২২ ট্রফি নিজেদের নামে করেন হার্দিক পান্ডিয়ার দল, এরপর আয়ারল্যান্ড-এর বিরুদ্ধে প্রথম বারের জন্য অধিনায়কত্বের সুযোগ পান পান্ডিয়া। এরপর বিশ্বকাপের পর থেকে দলের অধিনায়ক রোহিত শর্মার অবর্তমানে সেই দায়িত্ব পালন করছেন হার্দিক, ভারতীয় টি টোয়েন্টি দলে রোহিতের ফেরার আগে পর্যন্ত টি টোয়েন্টি দলের অধিনায়ক হিসেবে হার্দিক বিরাজমান থাকবেন।

Read More: সুদিন ফিরলো রাহানের জীবনে, এই দলের হয়ে বিদেশের মাটিতে তুলবেন ঝড় !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *