llc-sreesanth-points-finger-at-gambhir

LLC 2023: চলছে লেজেন্ডস ক্রিকেট লীগ (LLC 2023)। বিগত দিনের ক্রিকেট তারকাদের ব্যাট-বলের দুনিয়ায় ফেরত আসতে দেখে মোহিত অনুরাগীরা। রোজই টেলিভিশন চ্যানেলের পর্দায় চোখ রাখছেন তারা। লীগ পর্ব শেষ হয়েছে আগেই। এখন চলছে নক-আউট। কোয়ালিফায়ার ১-এ মনিপাল টাইগার্সকে (MT) হারিয়ে আগেই ফাইনালে পা রেখেছে আর্বানরাইজার্স হায়দ্রাবাদ (H)। গতকাল ছিলো এলিমিনেটর ম্যাচ। লীগ টেবিলে তিন নম্বরে থাকা গুজরাত জায়ান্টসের (GGT) মুখোমুখি হয়েছিলো চারে থাকা ইন্ডিয়া ক্যাপিটালস (IC)। সুরাতের মাঠে গুজরাতকে পরাজিত করলো ক্যাপিটালস। দুই ইনিংস মিলিয়ে রান উঠলো ৪০০’র বেশী। গম্ভীর, ডাঙ্ক, চিপলিদের সৌজন্যে প্রথমে ব্যাটিং করা ক্যাপিটালস (IC) তোলে ২২৩ রান। অন্যদিকে ক্রিস গেইল, কেভিন ও ব্রায়ান’রা লড়লেও গুজরাত জায়ান্টস (GGT) থামে ২১১ রানেই। ১২ রানের ব্যবধানে জিতে দ্বিতীয় কোয়ালিফায়ারে পা রাখলো ইন্ডিয়া ক্যাপিটালস দল।

ব্যাট-বলের লড়াইকে বুধবার ছাপিয়ে গেলো কথার লড়াই। জাতীয় দলের দুই প্রাক্তন সতীর্থ শান্তাকুমারন শ্রীশন্থ (S Sreesanth) ও গৌতম গম্ভীর (Gautam Gambhir) জড়ালেন বেনজির বিতণ্ডায়। ঘটনার সূত্রপাত ক্যাপিটালস (IC) ইনিংস চলাকালীন। ৬ ওভারে তখন ৬০ রান ছিলো গম্ভীরদের (Gautam Gambhir)  স্কোরবোর্ডে। ওভার শেষে বোলিং পরিবর্তনের সময় একে অপরের উদ্দেশ্যে কিছু বলতে দেখা যায় গম্ভীর ও শ্রীশন্থ’কে। দুজনে একে অপরের দিকে তেড়েও গিয়েছিলেন। গুজরাত স্কোয়াডে শ্রীশন্থের (S Sreesanth) সতীর্থরা হস্তক্ষেপ করায় হাতাহাতির পর্যায়ে গড়ায় নি ঘটনা। দুই আম্পায়ারকেও বাধ্য হয়ে হস্তক্ষেপ করতে হয়। ম্যাচ শেষের পরেও ক্রোধ যায় নি শ্রীশন্থের। এক ভিডিও বার্তায় গম্ভীরের (Gautam Gambhir)  প্রতি ক্ষোভ উগড়ে দেন তিনি। ক্ষিপ্ত শ্রীশন্তের সেই ভিডিও তুমুল ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

Read More: LLC 2023: উত্তপ্ত বাদানুবাদে জড়ালেন গম্ভীর-শ্রীশন্থ, লেজেন্ডস লীগের খেলায় অগ্নিগর্ভ হলো পরিস্থিতি !!

গম্ভীরকে নিয়ে বিস্ফোরক মন্তব্য শ্রীশন্থের-

S Sreesanth and Gautam Gambhir | LLC 2023 | Image: Getty Images
S Sreesanth and Gautam Gambhir | Image: Getty Images

লেজেন্ডস লীগের (LLC 2023) ম্যাচে বাদানুবাদের রেশ গড়ালো মাঠের বাইরেও। জয়ী দলের অধিনায়ক গৌতম গম্ভীর (Gautam Gambhir)  যখন খেলা শেষে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে সাক্ষাৎকার দিচ্ছিলেন, তখন সাজঘরের বারান্দায় দাঁড়িয়েই এক বিস্ফোরক ভিডিও করেন শান্তাকুমারন শ্রীশন্থ (S Sreesanth)। ভিডিওতে কেরলের ফাস্ট বোলার নিজের প্রাক্তন সতীর্থের বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ তুলেছেন। তিনি যে ক্ষিপ্ত তা বোঝা গিয়েছে শ্রীশন্থের শরীরী ভাষা থেকেই।

বলেন, “ঈশ্বরকে ধন্যবাদ। যারা এত ভালোবাসা জানিয়েছেন, ধন্যবাদ তাদেরও। আমি শুধু ‘মিস্টার ফাইটার’-এর সাথে আজ মাঠে কি হয়েছে সেই বিষয়ে খানিক আলোকপাত করতে চাই। ‘মিস্টার ফাইটার’ যে কিনা সকলের সাথে কোনো কারণ ছাড়া লড়াই’ই করে। ও বীরু ভাইয়ের মত নিজের অগ্রজ খেলোয়াড়দেরও সম্মানটুকু করে না…”লেজেন্ডস লীগের (LLC 2023) ঘটনা প্রসঙ্গে বলেন, “…আজও তেমনটাই হয়েছে। কোনোরকম প্ররোচনা ছাড়া ও আমায় নিয়ে অশ্লীল মন্তব্য করতে থাকে। ওর এমনটা করা উচিত হয় নি।” স্পষ্ট ভাষায় এরপর শ্রীশন্থ জানিয়েছেন, “আমার কোনো দোষ নেই এতে।”

কোহলি প্রসঙ্গ টেনে গম্ভীরকে বিঁধেছেন শ্রীশন্থ-

Virat Kohli and Gautam Gambhir | LLC 2023 | Image: Twitter
Virat Kohli and Gautam Gambhir | Image: Twitter

গম্ভীরের প্রতি আক্রমণ নিজের ভিডিওতে জারি রেখেছেন শ্রীশন্থ (S Sreesanth)। “যে ভাষা মিস্টার গৌতম গম্ভীর প্রয়োগ করেছেন, তা কখনই গ্রহণযোগ্য নয়। আমায়, আমার পরিবারকে, আমার রাজ্যকে কঠিন লড়াই লড়তে হয়েছে। আপনাদের ভালোবাসাই আমাকে লড়াইয়ের শক্তি দিয়েছে। এরপর যখন কোনো কারণ ছাড়া কেউ আমায় নীচু দেখাতে চায় (সেটা গ্রহণযোগ্য নয়)। যখন দল জিতছে, আমি আমার সেরাট দিচ্ছি, ও যা যা বলেছে, তা কখনোই ওর উচিত হয় নি। আমি নিশ্চিতভাবেই আপনাদের জানাবো ও কি বলেছে।”

এরপর ক্যামেরা মাঠের দিকে ঘুরিয়ে শ্রীশন্থ (S Sreesanth) বলেন, “দেখুন এখন ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে সাক্ষাৎকার দিচ্ছে। মানুষের প্রতিনিধিত্ব করার কি মানে যখন আপনি আপনার সতীর্থদেরই সম্মান করতে পারেন না?” এরপর কোহলি (Virat Kohli) প্রসঙ্গ টেনে এনে গম্ভীরকে খোঁচা দিয়েছেন শ্রীশন্থ। বলেন, “ব্রডকাস্টিং-এর দুনিয়াতেও যখনই ওকে বিরাট কোহলিকে নিয়ে কিছু বলতে অনুরোধ করা হয়, ও সেটাকে এড়িয়ে যায়। আমি আহত হয়েছি (গম্ভীরের কথায়)। আমার পরিবার আহত হয়েছে। যেভাবে ও কথা বলেছে… আমি শুধু জানাতে চাই যে আমি ওর দিকে একটা বাজে কথাও বলি নি, কোনো গালিগালাজ করি নি। ও কটু কথা বলতেই থাকে। যেমনটা ও সবসময় করে।” শ্রীশন্থের (S Sreesanth) বিস্ফোরক ভিডিও’র পরে এখনও কোনো প্রতিক্রিয়া দেন নি গম্ভীর (Gautam Gambhir) ।

দেখে নিন শ্রীশন্থের বিস্ফোরক ভিডিও’টি-

Also Read: Team India: আগামী ৪-৫ বছর বিশ্বক্রিকেটের শাসনভার টিম ইন্ডিয়ার হাতে, করবে সব আইসিসি ট্রফিতে কব্জা !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *