llc-sreesanth-again-targets-gambhir

LLC 2023: গৌতম গম্ভীর ও শান্তাকুমারন শ্রীশন্থ (S Sreesanth), ভারতের জার্সি গায়ে দুজনেই জিতেছেন টি-২০ বিশ্বকাপ, জিতেছেন একদিনের বিশ্বকাপ’ও। দুই প্রাক্তন সতীর্থের মধ্যেই এখন সম্পর্ক ঠেকেছে তলানিতে। একে অপরের বিরুদ্ধে নিয়মিত তোপ দাগতে দেখা যাচ্ছে তাঁদের। ঘটনার সূত্রপাত বৃহস্পতিবার রাত্রে। সুরাতের মাঠে লেজেন্ডস লীগ ক্রিকেটের (LLC 2023) এলিমিনিটর ম্যাচে মুখোমুখি হয়েছিলো গম্ভীরের ইন্ডিয়া ক্যাপিটালস ও শ্রীশন্থের গুজরাত জায়ান্টস। ব্যাট হাতে শ্রীশন্থ’কে (S Sreesanth) বেশ কয়েকটি বাউন্ডারি হাঁকান গম্ভীর (Gautam Gambhir)। এরপর কেরলের তারকা ফাস্ট বোলার সুলভ আগ্রাসন দেখিয়ে কড়া চোখে তাকিয়েছিলেন গম্ভীরের দিকে। তাতেই রীতিমত মেজাজ হারান কেকেআর মেন্টর। তিনি শ্রীশন্থকে লাগাতার ব্যক্তিগত আক্রমণ করতে থাকেন বলে অভিযোগ। গম্ভীরের (Gautam Gambhir) রোষানল থেকে রেহাই পান নি আম্পায়াররাও।

মাঠের মধ্যে কদর্য ব্যক্তিগত আক্রমণ মেনে নিতে পারেন নি শ্রীশন্থ (S Sreesanth)। বৃহস্পতিবার ম্যাচটি হেরে যায় তাঁর দল গুজরাত জায়ান্টস (GGT)। ক্রুদ্ধ শ্রীশন্থ ম্যাচের ফলাফলের পরোয়া না করে, মাঠ থেকেই এক বিস্ফোরক ভিডিও প্রকাশ করেন সোশ্যাল মিডিয়ায়। সেখানে তাঁকে বলতে শোনা যায়, , “ঈশ্বরকে ধন্যবাদ। যারা এত ভালোবাসা জানিয়েছেন, ধন্যবাদ তাদেরও। আমি শুধু ‘মিস্টার ফাইটার’-এর সাথে আজ মাঠে কি হয়েছে সেই বিষয়ে খানিক আলোকপাত করতে চাই। ‘মিস্টার ফাইটার’ যে কিনা সকলের সাথে কোনো কারণ ছাড়া লড়াই’ই করে। ও বীরু ভাইয়ের মত নিজের অগ্রজ খেলোয়াড়দেরও সম্মানটুকু করে না। আজও তেমনটাই হয়েছে। কোনোরকম প্ররোচনা ছাড়া ও আমায় নিয়ে অশ্লীল মন্তব্য করতে থাকে। ওর এমনটা করা উচিত হয় নি।”

Read More: LLC 2023: উত্তপ্ত বাদানুবাদে জড়ালেন গম্ভীর-শ্রীশন্থ, লেজেন্ডস লীগের খেলায় অগ্নিগর্ভ হলো পরিস্থিতি !!

গম্ভীরের দিকে সরাসরি আঙুল তুললেন শ্রীশন্থ-

S Sreesanth and Gautam Gambhir | LLC 2023 | Image: Getty Images
S Sreesanth and Gautam Gambhir | Image: Getty Images

গতকাল যে ভিডিও ভাইরাল হয়েছিলো তাতে শ্রীশন্থ (S Sreesanth) প্রাক্তন সতীর্থকে খোঁচা মেরেছেন তাঁর লোকসভা সাংসদ পদ নিয়েও। বলেন, “দেখুন এখন ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে সাক্ষাৎকার দিচ্ছে। মানুষের প্রতিনিধিত্ব করার কি মানে যখন আপনি আপনার সতীর্থদেরই সম্মান করতে পারেন না?” বিরাট কোহলি (Virat Kohli), বীরেন্দ্র শেহবাগের মত তারকাকে যে গম্ভীর (Gautam Gambhir)ঈর্ষা করেন, তেমন ইঙ্গিতও মিলেছে শ্রীশন্থের বক্তব্য থেকে। পরে ইন্সটাগ্রামে আরও একটি ভিডিও দিয়ে কেরলের প্রাক্তন ফাস্ট বোলার জানান তাঁর উদ্দেশ্যে কদর্য গালিগালাজের পাশাপাশি বারবার ‘ফিক্সার’ শব্দটিও ব্যবহার করেন গম্ভীর (Gautam Gambhir)। ২০১৩ সালে স্পট ফিক্সিং মামলায় নাম জড়িয়েছিলো শ্রীশন্থের। পরে সুপ্রিম কোর্ট তাঁকে এই অভিযোগ থেকে মুক্ত করেছে ঠিকই, কিন্তু গম্ভীরের বাক্যবাণ যে জ্বালা ধরিয়েছে, তা বোঝাই গিয়েছে শ্রীশন্থের প্রতিক্রিয়া থেকে।

গোটা ঘটনা সামনে আসার পর থেকে ক্রিকেটদুনিয়া ভাগ হয়ে গিয়েছে দুই ভাগে। এক ভাগ গম্ভীরের (Gautam Gambhir)পক্ষ নিয়েছে। অন্যভাগ পাশে দাঁড়িয়েছে শ্রীশন্থের (S Sreesanth)। লেজেন্ডস লীগের (LLC 2023) ঘটনার পর গম্ভীর বিস্তারিত কোনো বয়ান দেন নি। শুধু ইনস্টাগ্রামে নিজের খেলোয়াড়ি জীবনের একটি ছবি শেয়ার করে লিখেছেন, “যখন গোটা দুনিয়ার নজর তোমার দিকে, তখন কেবল হাসো।” গম্ভীরের (Gautam Gambhir) হাসিমুখ বরদাস্ত হয় নি শ্রীশন্থের। কমেন্ট বক্সে এক বিশাল মন্তব্য লেখেন তিনি। সরাসরি আঙুল তোলেন গম্ভীরের দিকে। কেরলের তারকার বক্তব্য, “আপনি একজন খেলোয়াড় ও একজন ভাই হিসেবে নিজের সীমা লঙ্ঘন করেছেন। তারপরেও সব ক্রিকেটারদের সাথে আপনারই ঝামেলা হয়। আমি কেবল হেসেছিলাম ও তালিয়েছিলাম, তাতেই আপনি আমায় ‘ফিক্সার’ তকমা দিয়ে দিলেন?”

গম্ভীরের প্রতি শ্রদ্ধা হারিয়েছেন, জানিয়ে দিলেন শ্রীশন্থ-

S Sreesanth and Gautam Gambhir | LLC 2023 | Image: Twitter
S Sreesanth and Gautam Gambhir | Image: Twitter

নিজের কথার ঝড় থামান নি শ্রীশন্থ (S Sreesanth)। আরও লেখেন, “আপনি কি সুপ্রিম কোর্টেরও উপরে? আপনার কোনো এক্তিয়ার নেই এভাবে কথা বলার। আপনি আম্পায়ারদের উদ্দেশ্যেও কটুক্তি করেছেন, তারপরেও আপনি হাসার কথা বলছেন?” এরপরেই শক্তিশেল ছুঁড়েছেন শ্রীশন্থ। গম্ভীরকে তীব্র কটাক্ষ করে লেখেন, “আপনি একজন উদ্ধত ও ক্লাসলেস মানুষ। যাঁরা আপনাকে সমর্থন করেন, তাঁদের জন্যও আপনার মনে কোনো রকম সম্মান নেই।” প্রাক্তন সতীর্থের দিকে তোপ দেগে তিনি বলেন, “গতকাল অবধি আপনার জন্য আমার মনে শ্রদ্ধা ছিলো। কিন্তু ‘ফিক্সার’-এর মত অসম্মানজনক শব্দ একবার নয়, বরং সাত-আটবার ব্যবহার করেছেন। একই সাথে আপনি আমার ও আম্পায়ারদের উদ্দেশ্যে ‘ফা*’ শব্দটি ব্যভযার করেছেন। পুরোটাই আমায় প্ররোচিত করার প্রচেষ্টা ছিলো।”

নিজের বক্তব্যের শেষ অংশে শ্রীশন্থ (S Sreesanth) লিখেছেন, “আপনিও জানেন যে আপনি যা করেছেন সেটা ভুল। আমি নিশ্চিত ঈশ্বর আপনাকে ক্ষমা করবেন না। এই ঘটনার পর আপনি মাঠে অবধি আর আসেন নি। দেখুন…ঈশ্বর কিন্তু সব দেখছেন।“ কেরলের ক্রিকেটারের স্ত্রী’ও পাশে দাঁড়িয়েছেন স্বামীর। যখন ‘ফিক্সার’ তকমা জুটেছিলো তাঁর কপালে, তখন প্রতিনিয়ত পাশে ছিলেন স্ত্রী ভুবনেশ্বরী। ইন্সটাগ্রাম পোস্টে তিনিও লেখেন, “শ্রী এর থেকে এটা শুনে খুবই আশ্চর্য হলাম। একজন খেলোয়াড় যিনি কিনা এতটা সময় ভারতীয় দলে ওর সাথে খেলেছেন, তিনি নাকি এতটা নীচে নামতে পারেন। তাও আবার ক্রিকেট থেকে অবসর নেওয়ার এত বছর পরে। কিভাবে মানুষ বড় হয়ে উঠেছে তা খুবই গুরুত্বপূর্ণ। সেটার প্রভাব চোখে পড়ে এই জাতীয় ঘটনা থেকে।

দেখে নিন শ্রীশন্থের বিস্ফোরক কমেন্ট’টি-

S Sreesanth comment | LLC | Image: Instagram

Also Read: LLC 2023: “ও তো সতীর্থদের’ও সম্মান করে না…” গৌতম গম্ভীরের দিকে তীব্র আক্রমণ শানালেন শান্তাকুমারন শ্রীশন্থ !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *