ওডিআই ক্রিকেটে ১০ টি দলের সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর 1

৩. নিউজিল্যান্ড : মার্টিন গুপ্টিলওডিআই ক্রিকেটে ১০ টি দলের সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর 2

প্রথম কিউয়ি ব‍্যাটসম‍্যান হিসেবে একদিবসীয় ক্রিকেটে দ্বিশতরান গড়ার রেকর্ড গড়েন তারাকা নিউজিল্যান্ড ব‍্যাটসম‍্যান মার্টিন গুপ্টিল। অনেকেই এই ইনিংসটিকে বিশ্বকাপ ক্রিকেটের ইতিহাসে একটি অন্যতম সেরা ইনিংসের তকমা দিয়েছেন।ওয়েলিংটনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২০১৫ সালের ক্রিকেট বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ইনিংসটি খেলেন তিনি।১৬৩ বলে করেন ২৩৭ রান।

গুপ্টিলের ঝোড়ো ইনিংসের উপর ভর করে রানের পাহাড় গড়ে নিউজিল্যান্ড।গেইলদের বিরুদ্ধে লক্ষ‍্যমাত্রা রাখে ৩৯৩/৬ ।জবাবে তারা ম‍্যাচ জিতে নেয় ১৪৩ রানের ব‍্যবধানে।এই স্কোর করার মধ্যে দিয়ে ক্রিকেট বিশ্বকাপের ইতিহাসে একটি ম‍্যাচে ব‍্যক্তিগত সর্বোচ্চ রান করার রেকর্ড গড়েন গুপ্টিল।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *