৪. পাকিস্তান : ফাকার জামান
প্রথম পাকিস্তানি ক্রিকেটার হিসেবে একদিবসীয় ক্রিকেটের দ্বিশতরান করার রেকর্ড গড়েন ফাকার জামান।জিম্বাবোয়ের বিরুদ্ধে খেলেন ১৫৬ বলে ২১০ রানের ইনিংস।ইনিংসে আছে ২৫ টি চার এবং ৫ টি ছয়।
মূলত তার ইনিংসের উপর নির্ভর করে সেইদিন পাকিস্তান ক্রিকেট দল এক উইকেট হারিয়ে তোলে ৩৯৯ রান।শুধুমাত্র তাই নয়, সেদিন ম্যাচে ইনাম-উল-হক এর সাথে রেকর্ড রানের পার্টনারশিপ ( ৩০৮ )গড়েন ফাকার।