৬. জিম্বাবোয়ে : চার্লস কভেন্ট্রি
বাঁহাতি এই উইকেটকিপার ব্যাটসম্যান জিম্বাবোয়ের হয়ে খেলেছেন ২ টি টেস্ট এবং ৩৯ টি একদিবসীয় ম্যাচ। অভিষেকের পর থেকেই তাকে নিয়ে জিম্বাবোয়ে ক্রিকেট মহলে আগ্রহ ছিল তুঙ্গে ।বিভিন্ন বয়সে ক্রিকেটে দেশের হয়ে খেলার মধ্য দিয়ে নিজের প্রতিভার পরিচয় দিয়েছিলেন তিনি। শুধুমাত্র আক্রমণাত্মক ব্যাটিং নয় , পাশাপাশি তার টেকনিক সমান সমাদৃত হয়েছে।
২০০৯ সালে আগষ্ট মাসে দেশের মাঠে এই কৃতিত্বের অধিকারী হন কভেন্ট্রি।খেলেন ১৯৪ রানের ইনিংস, যা তৎকালীন একদিবসীয় ক্রিকেটে সর্বোচ্চ স্কোরার সইদ আনোয়ারের রেকর্ড কে ছুঁয়ে ফেলে।
ম্যাচে ১৫৬ বলে ১৯৪ রানের ইনিংস খেলে এই জিম্বাবোয়ের ব্যাটসম্যান।ইনিংসে আছে ১৬ টি চার এবং ৭ টি ছয়।অল্পের জন্য ২০০ রান গড়ার সুযোগ থেকে বঞ্চিত হন তিনি।যদিও তার এমন ইনিংস’এর পরেও ম্যাচ যেতেনি তার দল।