৭.শ্রীলঙ্কা : সনৎ জয়সূর্য
২০০০ সালে কোকাকোলা কাপে তৎকালীন একদিবসীয় ক্রিকেটে সর্বোচ্চ ব্যক্তিগত রানের রেকর্ডটি ছোঁয় শ্রীলঙ্কার কিংবদন্তী ব্যাটসম্যান সনৎ জয়সূর্য। শারজাতে ভারতের বিপক্ষে কোকাকোলা কাপের ফাইনালে এ কৃতিত্ব অর্জন করেন সনৎ।খেলেন ১৮৯ রানের ইনিংস।তার ইনিংসের উপর ভর করে শ্রীলঙ্কা ইনিংস শেষ করে ২৯৯/৫ ‘ এ।জবাবে ব্যাট করতে নেমে ৫৪ রানে শেষ হয়ে যায় ভারতের ইনিংস।
সেদিন যেভাবে খেলছিলেন সনৎ, তাতে অনেকে মনে করেছিলেন যে একদিবসীয় ক্রিকেটে প্রথম দ্বিশতরানের ইনিংসটি আসতে চলেছে সনৎ’এর ব্যাট থেকে।ম্যাচের ৪৮ তম ওভারে সৌরভ গাঙ্গুলীর সৌজন্য ড্রেসিংরুমে ফেরেন তিনি।