৮. অস্ট্রেলিয়া : শেন ওয়াটসন
অস্ট্রেলিয়া ক্রিকেট ইতিহাসে এই রেকর্ডের অধিকারী হলেন শেন ওয়াটসন। ২০১১ ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে রেকর্ড গড়েন তিনি।ম্যাচে তিনি করেছিলেন ১৮৫* । প্রসঙ্গত তার আগে এই রেকর্ডের অধিকারী ছিলেন ম্যাথু হেডেন।তার স্কোর ছিলো ১৮১*। নিউজিল্যান্ডের বিপক্ষে এই ইনিংস খেলেছিলেন হেডেন।
প্রসঙ্গত সেই ম্যাচে এক ইনিংসে সবচেয়ে বেশি ছয় মারার রেকর্ড গড়েছিলেন ওয়াটসন। তার আগে এই রেকর্ডের অধিকারী ছিলেন ওয়েস্ট ইন্ডিজের মার্শাল (১২ টি ছয় )।
ম্যাচে ২২৯ রান করেছিল বাংলাদেশ।জবাবে ব্যাটিং করতে নেমে শুরু থেকেই রনংদেহী মেজাজে পাওয়া যায় ওয়াটসন কে।১৫ টি চার এবং ১৫ টি ছয় দিয়ে সাজানো ছিলো ওয়াটসনের ১৮৫ রানের ইনিংস।