১০. সাউথ আফ্রিকা : গ্যারি কার্স্টেন
দীর্ঘ কুড়ি বছর বিশ্বকাপ ক্রিকেট ইতিহাসে একটি ম্যাচে ব্যক্তিগত সর্বোচ্চ রান করার রেকর্ডটি ধরে রেখেছিলেন সাউথ আফ্রিকার গ্যারি কার্স্টেন। রাওয়ালপিন্ডিতে সংযুক্ত আরব আমিরশাহী বিরুদ্ধে এই রেকর্ড করেছেন গ্যারি।খেলেছিলেন ১৫৯ বলে ১৮৮ রানের ইনিংস।তার ইনিংসে আছে ১৩ টি চার এবং ৪ টি ছয়।
কার্স্টেনের দুরন্ত ইনিংসের উপর ভর করে সাউথ আফ্রিকা সেদিনের ম্যাচে পাহাড় প্রমাণ রান গড়ে।পন্চাশ ওভার শেষে প্রোটিয়াসদের স্কোর দাড়ায় ৩২১ /২ ।গ্যারি ছাড়া এ ম্যাচে রান করেন ক্রোনিয়ে (৫৭ ) এবং কুলিনান (৪১)
তৎকালীন আনকোরা সংযুক্ত আরব আমিরশাহী দলের পক্ষে সাউথ আফ্রিকার দেওয়া এই পাহাড়প্রমাণ রানের লক্ষ্যমাত্রা চেজ কর সম্ভব হয়নি ।তারা আটকে যায় ৫০ ওভার শেষে ১৫২/৮ ‘এ।বল হাতে বিপক্ষের দলকে শেষ করে দেয় ডোনাল্ড এবং ম্যাকমিলান।দুজনেই নেয় তিনটি করে উইকেট।
পরবর্তী সময়ে কার্স্টেনের গড়া এই রেকর্ড ভেঙে দেন নিউজিল্যান্ডের ব্যাটসম্যান মার্টিন গুপ্টিল।২০১৫ সালের বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিনি খেলেন ২৩৭ রানের ইনিংস।