ওডিআই ক্রিকেটে ১০ টি দলের সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর 1

১. ভারত : রোহিত শর্মাওডিআই ক্রিকেটে ১০ টি দলের সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর 2

স্বাভাবিকভাবেই এ তালিকার শীর্ষে থাকবেন ভারতের তারকা ব্যাটসম্যান রোহিত শর্মা।শ্রীলঙ্কার বিপক্ষে পাঁচ ম‍্যাচের ওয়ানডে সিরিজের চতুর্থ ম‍্যাচে কলকাতার ইডেন গার্ডেনে বিধ্বংসী ইনিংস খেলেন তিনি।করেন ১৭৩ বলে ২৬৪, ইনিংসে আছে ৩৩ টি চার এবং ৯ টি ছয়।

এদিন রোহিত ভাঙেন বীরেন্দ্র শেহওয়াগের রেকর্ড।২০১১ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বিরু করেছিলেন ২১৯।

শ্রীলঙ্কার বিপক্ষে এদিন ম্যাচে ওপেন করতে নেমে শুরুতেই আউট হয়ে যাচ্ছিলেন ” হিটম‍্যান ” । তার স্কোর যখন চার, তখন তার ক‍্যাচ ফেলে শ্রীলঙ্কা, আর এরপর ভুলের মাশুল গুনতে হয় গোটা দলকে।এদিন রোহিত শর্মার রোষের মুখে পড়তে হয় গোটা শ্রীলঙ্কা দলকে।নিঃসন্দেহে ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে শ্রেষ্ঠ ইনিংসের অন‍্যতম একটি এইটি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *