২.ওয়েস্ট ইন্ডিজ : ক্রিস গেইল
বিশ্বকাপ ক্রিকেটের ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসেবে ডাবল সেঞ্চুরি করার রেকর্ডটি গড়েন ওয়েস্ট ইন্ডিজের তারকা ব্যাটসম্যান ক্রিস গেইল।২০১৫ সালের বিশ্বকাপে জিম্বাবোয়ের বিরুদ্ধে খেলেন ১৪৭ বলে ২১৫ রানের ইনিংস।ইনিংসে আছে ১০ টি চার এবং ১৬ টি ছয়।প্রসঙ্গত, ম্যাচে এক ইনিংসে সবচেয়ে বেশী ছয়মারার তালিকায় শীর্ষে থাকা রোহিত শর্মাকে স্পর্ষ করেন গেইল।
ম্যাচে শূন্য রানে ডোয়েন স্মিথ আউট হওয়ার পর ব্যাটিং তান্ডব শুরু করেন গেইল এবং মার্লন স্যামুয়েলস ১৩৩* ( ১৫৬ )।দুজনের গড়া ৩৭২ রানের পার্টনারশিপ ক্রিকেটের ইতিহাসে গড়া যেকোনও ইনিংসে সর্বোচ্চ রানের পার্টনারশিপ।
প্রথম পুরুষ ক্রিকেটার হিসেবে একদিবসীয় ক্রিকেটে ২০০ রান করেছিলেন শচীন তেন্ডুলকর। এর পাঁচ বছর বাদে এই কৃতিত্ব অর্জন করেন ক্রিস গেইল।চতুর্থ ক্রিকেটার হিসেবে এই তালিকায় ঢোকেন তিনি।