বছরের পর বছর আমরা সকল ক্রিকেটপ্রেমীরা সাক্ষী থাককি নানান স্বাদের ক্রিকেট ম্যাচের। প্রতিটি ক্রিকেট ম্যাচ এক একটি স্মৃতি ।এরমধ্যে কোনটা খারাপ, খারাপ আবার কোনটা ভালো ।এর মাঝে কিছু মাঝে আমরা পেয়ে থাকি ব্যক্তিগত নৈপুণ্যের প্রমাণ।
একজন ক্রিকেটার হিসেবে দেশের ব্যক্তিগত সর্বোচ্চ স্কোরার হওয়াটা নিশ্চয়ই গর্বের বিষয় ।শুধুমাত্র সংশ্লিষ্ট ক্রিকেটারই নয় তার এই গর্বের দিনে গর্বিত হয় তার দেশের সমর্থকরাও।এই আর্টিকলে আলোচনা করা হলো দশ ক্রিকেট খেলিয়ে দেশের একদিবসীয় ক্রিকেটের সর্বোচ্চ স্কোরারের তালিকা।