যুবরাজ সিং (২০১৫)

যুবরাজ সিংয়ের জন্য এমনিতে আইপিএল আন্তর্জাতিক ক্রিকেটের মতো বেশি চমকদার থাকেনি। তাও যুবরাজ সিংয়ের ডিমান্ড অনেকটাই বেশি থেকেছে। যুবির নিলামে ডিমান্ডের কারণে মোটা টাকা দেওয়া হত। যারমধ্যে তাকে ২০১৫র নিলামে অনেকটাই বেশি দাম দেওয়া হয়েছিল। যুবিকে এই নিলামে ১৬ কোটি টাকার ঐতিহাসিক প্রাইসে দিল্লি ক্যাপিটালস কেনে। অন্যদিকে এই নিলামে যুবি দামের হিসেবে ধোনিকে পেছনে ফেলে দেন।


