যুবরাজ সিং (২০১৪)

ভারতীয় দলের প্রাক্তন তারকা ব্যাটসম্যান আইপিএলে বেশকিছু দলের হয়ে খেলেছেন। যুবরাজ সিং আইপিএলের দ্বাদশ মরশুম পর্যন্ত আলাদা আলাদা ৬টি দলের হয়ে খেলেছেন। ২০১৪র নিলাম চলাকালীন যুবরাজ সিং আন্তর্জাতিক ক্রিকেটে তো সংঘর্ষ করছিলেন, কিন্তু নিলামে তার দারুণ প্রভাব দেখা যায়। নিলামে যুবরাজ সিংকে আরসিবি ১৪ কোটি টাকার মোটা দামে কিনে নেয়।


