কেভিন পিটারসেন আর অ্যাণ্ড্রু ফ্লিনটপ (২০০৯)

প্রথম মরশুমে মহেন্দ্র সিং ধোনি সবচেয়ে বেশি দাম পাওয়া খেলোয়াড় থেকেছেন, কিন্তু এরপর দ্বিতীয় মরশুমের নিলামে ইংল্যান্ডের খেলোয়াড়দের জাদু দেখতে পাওয়া গিয়েছে। ইংল্যান্ডের প্রাক্তন তারকা খেলোয়াড় থাকা অ্যান্ড্রু ফ্লিনটপকে চেন্নাই সুপার কিংস ১.৫৫ মিলিয়ন ডলারে এবং ওই একই টাকাই কেভিন পিটারসেনকে আরসিবি দলে নেয়। এই দুজন সেই মরশ্যমে ধোনির ১.৫৫ মিলিয়নের বেস প্রাইসকে ছাড়িয়ে সবচেয়ে দামী খেলোয়াড় হয়েছিলেন।


