এম এস ধোনি
বিশ্ব ক্রিকেটের একমাত্র সফল অধিনায়ক হলেন এম এস ধোনি যিনি আইসিসি র তিনটি বড়ো ট্রফি জিতেছেন। প্রাক্তন ভারতীয় অধিনায়ক তথা বিশ্ব ক্রিকেটের শ্রেষ্ট ফিনিসারদের মধ্যে একজন হলেন ধোনি যিনি তার ডানহাতি ব্যাটিং জাদুতে সারা ক্রিকেট বিশ্বকে মুগ্ধ করেছেন। ধোনি তার আইপিএল কেরিয়ার চেন্নাই সুপারকিংসের হয়ে শুরু করেন মাঝপথে তিনি পুনে সুপারজেন্টস এর হয়ে খেললেও পরে আবার চেন্নাই দলে ফিরে আসেন। ধোনি চেন্নাই এর হয়ে শতাধিক ম্যাচ খেলেছেন।