রোহিত শর্মা
বর্তমান বিশ্ব ক্রিকেটে সব থেকে বেশি দি শতরানের মালিক হলেন রোহিত শর্মা। ডানহাতি এই ভারতীয় এই ব্যাটসম্যান কতটা বিধংসী সেটা তার রেকর্ড দেখেলেই বোঝা যায়। আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি আইপিএল এও তার রেকর্ড অগুন্তি। রোহিত শর্মা হলেন আইপিএল ইতিহাসের একমাত্র অধিনায়ক যিনি মুম্বাই ইন্ডিয়ান্স দলকে ৫বার আইপিএল ট্রফি জিতিয়েছেন। রোহিত তার আইপিএল কেরিয়ার ডেকান চারজার্স থেকে শুরু করলেও পরবর্তীতে তিনি মুম্বাই ইন্ডিয়ান্স যোগ দেন এবং তিনি মুম্বাই ইন্ডিয়ানসের হয়ে ১০০টির বেশি ম্যাচ খেলেছেন।