Dubai: Yuzvendra Chahal of Royal Challengers Bangalore bowling during match 10 of season 13 of the Dream 11 Indian Premier League (IPL) between The Royal Challengers Bangalore and The Mumbai Indians held at the Dubai International Cricket Stadium, Dubai in the United Arab Emirates on the 28th September 2020. (Photo: BCCI/IPL)
ডানহাতি লেগ স্পিন বোলার চাহাল ভারতীয় দলের পাশাপাশি রয়েল চ্যালেঞ্জর্স বেঙ্গালোর দলের নির্ভরযোগ্য বোলার হিসাবে পরিচিত। চাহাল তার আইপিএল কেরিয়ারের শুরু থেকেই বেঙ্গালোর দলের হয়ে পারফরর্ম করে চলেছেন। তিনি বেঙ্গালোরের হয়ে ১০০টি আইপিএল ম্যাচ খেলে ফেলেছেন।