ভারতে আসছেন লিওনেল মেসি, বিরাট-রোহিতদের সঙ্গে খেলবেন ফুটবল ম্যাচ !! 1

ভারতে ক্রিকেটের সঙ্গে সঙ্গে ফুটবলের জনপ্রিয়তাও যথেষ্ট বেশি। আন্তর্জাতিক মঞ্চে ব্লু ব্রিগেডরা ফুটবলে অনেকটাই পিছিয়ে থাকলেও ফিফা বিশ্বকাপের মতো টুর্নামেন্ট নিয়ে ভারতে উন্মাদনা লক্ষ্য করা যায়। এই বিশ্বকাপ চলাকালীন দেশ কার্যত আর্জেন্টিনা এবং ব্রাজিলের সমর্থনে দুইভাগে বিভক্ত হয়ে যায়। বর্তমান সময়ে আর্জেন্টিনার ফুটবল আইকন লিওনেল মেসির (Lionel Messi) ভক্তরা বিশ্বের প্রতিটি প্রান্তে ছড়িয়ে রয়েছে। তিনি বিশ্ব ফুটবলের অন্যতম মুখ। এবারে এই কিংবদন্তি ফুটবলার ভারতে আসতে চলেছেন। এমনকি ভারতীয় তারকা ক্রিকেটারদের সঙ্গে তিনি খেলবেন ফুটবল ম্যাচ।

Read More: নরেন্দ্র মোদীর বার্তা আসতেই বন্ধ এশিয়া কাপের ভারত-পাক ম্যাচ, বয়কটের ঘোষণা তারকাদের !!

ওয়াংখেড়েতে লিওনেল মেসি-

ভারতে আসছেন লিওনেল মেসি, বিরাট-রোহিতদের সঙ্গে খেলবেন ফুটবল ম্যাচ !! 2
Lionel Messi | Images: Getty Images

ওয়াংখেড়ে ভারতের অন্যতম একটি ঐতিহ্যবাহী ক্রিকেট স্টেডিয়াম। এই স্টেডিয়ামে ভারতীয় ক্রিকেট দল ২০১১ সালে একদিনের বিশ্বকাপ (ODI WC) জয় করে বিশেষ মুহূর্ত তৈরি করেছিল। এবার ওয়াংখেড়েতে পা রাখতে চলেছেন ফুটবলের সর্বকালের সেরা তারকা। লিওনেল মেসিকে (Lionel Messi) নিয়ে ১৪ ডিসেম্বর ওয়াংখেড়েতে একটি অনুষ্ঠানে আয়োজন করা হচ্ছে। সূত্র অনুযায়ী এই কিংবদন্তি ফুটবলার বিরাট কোহলি (Virat Kohli), মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni), রোহিত শর্মা (Rohit Sharma) এবং শচীন তেন্ডুলকারের (Sachin Tendulkar) সঙ্গে ওয়াংখেড়ে স্টেডিয়ামে এটি সেভেন সাইড ফুটবল ম্যাচ খেলবেন।

আয়োজকদের একজন সংবাদমাধ্যমকে বলেন, “হ্যাঁ, মেসি ১৪ ডিসেম্বর ওয়াংখেড়েতে একটি অনুষ্ঠানে যোগ দেবেন। এই অনুষ্ঠানের আয়োজকরা অনুমতি চেয়েছিলেন। মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশনের অ্যাপেক্স কাউন্সিল সম্প্রতি একটি সভায় আলোচনার মাধ্যমে অনুমতি দিয়েছে।” এই অনুষ্ঠানের জন্য টিকিটের ব্যবস্থা করেছেন আয়োজকরা। এর সঙ্গেই ভারত সফরে লিওনেল মেসির (Lionel Messi) একাধিক কর্মসূচি রয়েছে।

কলকাতায় আসছেন মেসি-

ভারতে আসছেন লিওনেল মেসি, বিরাট-রোহিতদের সঙ্গে খেলবেন ফুটবল ম্যাচ !! 3
Lionel Messi | Images: Getty Images

সূত্র অনুযায়ী ১৩ থেকে ১৫ ডিসেম্বরের মধ্যে লিওনেল মেসি (Lionel Messi) ভারতে মূলত কলকাতা, মুম্বাই এবং দিল্লি এই তিন শহরে সফর করবেন। কলকাতার ইডেন গার্ডেন্সে এই তারকা ফুটবলারকে সংবর্ধনা দেওয়া হবে বলে জানা যাচ্ছে। ‌এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ইডেন গার্ডেন্সে আর্জেন্টাইন কিংবদন্তির সম্মানে ‘GOAT CUP’ নামে একটি সেভেন সাইড টুর্নামেন্টও আয়োজন করা হবে।

কলকাতায় থাকাকালীন মেসি (Lionel Messi) শিশুদের জন্য একটি কর্মশালা আয়োজন করবেন। একটি ফুটবল ক্লিনিক‌ও চালু করবেন তিনি। উল্লেখ্য ৩৮ বছর বয়সী এই তারকা এখনও পর্যন্ত ৮টি ব্যালন ডি’অর পুরস্কার জিতেছেন। ২০২২ সালে মেসি (Lionel Messi) আর্জেন্টিনাকে ফিফা ওয়ার্ল্ড কাপ এনে দেন। বর্তমানে এই তারকা ফুটবলার ইন্টার মিয়ামির (Inter Miami) হয়ে ক্লাব ফুটবল খেলেছে। তিনি এখনও পর্যন্ত দেশের হয়ে ১৯৩ টি ম্যাচে মোট ১১২ টি গোল করেছেন।

Read Also: IND vs ENG 5th Test: করুণ-ওয়াশিংটনের জুটি লড়াইতে রাখলো ভারতকে, প্রথম দিনের শেষে সংগ্রহ ২০৪ !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *