এই বছর ভারতীয় মহিলা ক্রিকেট দল ঘরের মাঠে প্রথমবারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন (Women’s ODI WC 2025) হয়ে ইতিহাস তৈরি করে। এই দলের অন্যতম তারকা ছিলেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana)। ফলে স্বাভাবিকভাবেই তার বিয়ে নিয়ে ভক্তদের মধ্যে উন্মাদনা ছিল। কিন্তু গত রবিবার এই বিয়ের অনুষ্ঠান হওয়ার কথা থাকলেও স্থগিত হয়ে যায়। স্মৃতির বাবার অসুস্থ হয়ে যাওয়ার খবর সামনে আসে। এর মধ্যেই হবু বর পলাশ মুচ্ছলের (Palash Muchhal) সঙ্গে ডি’কোস্টা নামে এক মহিলার প্রেমালাপের ক্রিনশট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তবে শুধুমাত্র ডি’কোস্টা নয়। আরও অনেক মহিলার সঙ্গে সম্পর্কে জড়িয়ে ছিলেন পলাশ। স্মৃতির মতই হাটু গেড়ে দিয়েছিলেন প্রেমের প্রস্তাবও।
Read More: স্মৃতির বিয়ে ভাঙার পিছনে তারই ‘প্রিয় বান্ধবী’, বিয়ের আগের রাতে ঘনিষ্ঠ হলেন পলাশ !!
স্থগিত হয়ে গেছে বিয়ে-

স্মৃতি মান্ধানার বিয়ের জন্য রবিবার সেজে উঠেছিল সাঙ্গলির সামডোলে মান্ধানা ফার্ম। পাত্র বলিউডের মিউজিক ডিরেক্টর পলাশ মুচ্ছলকে নিয়েও ছিল ভক্তদের মধ্যে উন্মাদনা। কিন্তু এক লহমায় পরিস্থিতির পরিবর্তন হয়ে যায়। বিয়ের দিন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন ভারতীয় তারকার ক্রিকেটারদের বাবা। হৃদরোগের উপসর্গ থাকায় চিন্তার মধ্যে ছিল পরিবার। এর মধ্যেই সোমবার পলাশ মুচ্ছলেরও হাসপাতালে ভর্তি হওয়ার খবর সামনে আসে।
তবে সমস্ত ঘটনা এক অন্য মোড় নেয় যখন বলিউডের জনপ্রিয় মিউজিক ডিরেক্টরের অন্য মেয়ের সঙ্গে কিছু প্রেমালাপের স্ক্রিনশট সামনে আসে। স্মৃতি মন্ধনার বান্ধবী ডি’কোস্টার সঙ্গে পলাশের প্রেমের সম্পর্ক রয়েছে বলে খবর ভাইরাল হয়। ভাইরাল হওয়া স্ক্রিনশটগুলিতে দেখা যায় পলাশ লিখেছেন স্মৃতির সঙ্গে তার সম্পর্কে বর্তমানে কঠিন হয়ে দাঁড়িয়েছে। দুজনের সঙ্গে খুব কম দেখা হয় বলেও উল্লেখ করা হয়েছে।
একাধিক মেয়ের সঙ্গে সম্পর্ক-

সূত্র অনুযায়ী ডি’কোস্টা একজন প্রফেশনাল নৃত্যশিল্পী। স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) এবং পলাশ মুচ্ছলের (Palash Muchhal) বিয়ের সঙ্গীত অনুষ্ঠানের নাচের কোরিয়োগ্ৰাফির দায়িত্ব নাকি তারই ছিল। শুধুমাত্র একজনের সঙ্গে নয় এবার ভারতের জনপ্রিয় এই সংগীত পরিচালকের সঙ্গে একাধিক মহিলার সম্পর্ক রয়েছে বলে সোশ্যাল মিডিয়ার খবর সামনে এসেছে। স্মৃতি মান্ধানার মতোই হাঁটু গেড়ে বসে বিয়ের প্রস্তাব পর্যন্ত জানিয়েছিলেন একজনকে। সেই ছবি বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
তবে ভারতীয় তারকা ক্রিকেটারের মতো ডিওয়াই পাটিল স্টেডিয়ামে নয় নিজের ঘরে গোলাপ ফুল দিয়ে সাজিয়ে প্রেম নিবেদন করেছিলেন। সূত্র অনুযায়ী মেয়েটির নাম ব্রিভা শাহ। পেশায় তিনি একজন চিকিৎসক। ২০১৭ সালে প্রেমের সম্পর্কে ছিলেন পলাশ মুচ্ছল। তাদের একাধিক ঘনিষ্ঠ মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তবে ব্রিভার সঙ্গে সম্পর্ক কেন ছিন্ন হয়েছিল সেই বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।