যেকোনো ক্রিকেট দলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রধান কোচ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। রাহুল দ্রাবিড়ের (Rahul Dravid) পর গৌতম গম্ভীর (Gautam Gambhir) ভারতীয় দলের প্রধান কোচ হিসাবে দায়িত্ব পেয়ে একাধিক পরিবর্তন ঘটিয়েছেন। তার সময়কালে বেশ কয়েকজন অভিজ্ঞ ক্রিকেটারকে অবসর নিতে পর্যন্ত দেখা গেছে। এর মধ্যেই অস্ট্রেলিয়া (India vs Australia Series) সফরে ওডিআই ক্রিকেটে নতুন অধিনায়ক হিসেবে শুভমান গিলকে (Shubman Gill) নিয়ে আসা হয়েছে। এই সিদ্ধান্ত নিয়ে ক্রিকেট মহলে চলছে সমালোচনার ঝড়। গম্ভীর গ্ৰেগ চ্যাপেলের (Greg Chappell) মতোই ভুল করছেন বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
Read More: চাহালের সঙ্গে বিচ্ছেদের পর আবারও বিয়ের পিঁড়িতে ধনশ্রী, এই জনপ্রিয় তারকার সঙ্গে বাঁধছেন গাঁটছড়া !!
নেতৃত্ব থেকে ছাঁটাই রোহিতের-

বিরাট কোহলির (Virat Kohli) পর রহিত শর্মা (Rohit Sharma) ভারতীয় অধিনায়কের দায়িত্ব পেয়ে দলকে এনে দিয়েছেন একাধিক সম্মান। তার হাত ধরেই ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 WC) ট্রফি জয় করে ব্লু ব্রিগেডরা। এই বছর চ্যাম্পিয়নস ট্রফিতেও (Champions Trophy 2025) সেরার শিরোপা ছিনিয়ে আনতে সাহায্য করেন হিটম্যান। এরপর তিনি ২০২৭ ওডিআই বিশ্বকাপের জন্য নিজেকে প্রস্তুত করছিলেন। উল্লেখ্য শেষ একদিনের বিশ্বকাপে দলকে ফাইনালে নিয়ে গিয়েও ব্যর্থ হন।
সেই অধরা স্বপ্নকে সত্যি করতে তিনি অঙ্গীকারবদ্ধ ছিলেন। কিন্তু পরবর্তী ওডিআই বিশ্বকাপের আগেই রোহিত শর্মাকে অধিনায়কের পদ থেকে সরিয়ে দেওয়া হল। অস্ট্রেলিয়া সফরে শুভমান গিলকে এই দায়িত্বে নিয়ে আসা হয়েছে। গৌতম গম্ভীরের সিদ্ধান্তে এই পরিবর্তন বলে খবর সামনে উঠে এসেছে। ভারতীয় ক্রিকেট দলের প্রধান কোচ এমন পরিস্থিতি তৈরি করেছেন যেখানে হিটম্যান এবং কিং কোহলি একদিনের ক্রিকেট থেকে অবসর পর্যন্ত করতে পারেন।
গ্ৰেগ চ্যাপেলের মতো ভুল গম্ভীরের-

২০০৫ সালে ভারতীয় ক্রিকেট দলের প্রধান কোচ হিসাবে দায়িত্ব পান গ্ৰেগ চ্যাপেল। তর একাধিক সিদ্ধান্ত সেই সময় দলের মধ্যে বিতর্ক তৈরি করেছিল। ২০০৭ সালের একদিনের বিশ্বকাপের আগে সৌরভ গাঙ্গুলীকে (Sourav Ganguly) অধিনায়কের পদ থেকে সরিয়ে দেওয়া হয়। যা নিয়ে বিতর্কের ঝড় উঠে। এরপর রাহুল দ্রাবিড়কে অধিনায়ক হিসেবে চ্যাপেল বেছে নিয়েছিলেন। ২০০৭ সালের ওডিআই বিশ্বকাপের আগে রাহুলকেও সরিয়ে দিয়ে আবার তিনি শচীন তেন্ডুলকারকে (Sachin Tendulkar) নেতৃত্বের দায়িত্বে আনতে চেয়েছিলেন তিনি।
শেষ পর্যন্ত এই বিশ্বকাপে ব্লু ব্রিগেডদের ভরাডুবি হয়। একইভাবে ২০২৭ ওডিআই বিশ্বকাপের আগে দলের মধ্যে অস্থিরতা তৈরি করেছেন গৌতম গম্ভীর। বিশেষজ্ঞরা মনে করছেন রোহিত এবং বিরাটের মতো অভিজ্ঞ ক্রিকেটারদের দলেই রাখতে চান না নতুন প্রধান কোচ। ইতিমধ্যেই হিটম্যানকে সরিয়ে শুভমানকে একদিনের দলের দায়িত্ব দিয়েছেন। এই সিদ্ধান্ত দলকে চাপের মুখে ফেলতে পারে। রোহিত যোগ্য অধিনায়ক হিসেবে পরবর্তী বিশ্বকাপ পর্যন্ত দায়িত্ব চালিয়ে যেতে পারতেন বলেই সোশ্যাল মিডিয়ায় ক্রিকেট ভক্তরা উল্লেখ করছেন।