বর্তমান সময়ের অন্যতম সেরা ফাস্ট বোলার মিচেল স্টার্ক (Mitchell Starc)। অস্ট্রেলীয় তারকা ২০১৫ সালের ওডিআই বিশ্বকাপের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছিলেন। ২০১৯ সালের মেগা ইভেন্টেও তাঁর নিখুঁত ইয়র্কার নজর কেড়েছিলো ক্রিকেটদুনিয়ার। আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামী ক্রিকেটার হওয়ার নজিরও গড়েছেন তিনি। স্টার্কের জন্য মিনি নিলামে ২৪.৭৫ কোটি টাকা খরচ করতেও দ্বিধা করেন নি কলকাতা নাইট রাইডার্স (KKR)। শুরুতে ছন্দহীনতায় ভুগলেও প্রথম কোয়ালিফায়ার ও ফাইনাল ম্যাচে দুর্দান্ত বোলিং করে নাইটদের তৃতীয় ট্রফি জিততেও সাহায্য করেছেন তিনি। এহেন স্টার্ক’ই (Mitchell Starc) বড়সড় ধাক্কা খেলেন ক্রিকেটের মক্কা লর্ডসে। গতকাল ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়া ওয়ান ডে ম্যাচে বাম হাতি পেসারের বিরুদ্ধে রীতিমত ধ্বংসযজ্ঞ চালালেন ইংল্যান্ডের অলরাউন্ডার লিয়াম লিভিংস্টোন (Liam Livingstone)।
Read More: সড়ক দুর্ঘটনায় আক্তান্ত ভারতীয় ক্রিকেটার, শেষ হচ্ছে ক্রিকেট ক্যারিয়ার !!
ঝড় তুললেন লিয়াম লিভিংস্টোন-
লর্ডসে ইংল্যান্ডের মুখোমুখি হয়েছিলো অস্ট্রেলিয়া (ENG vs AUS)। বৃষ্টির কারণে পঞ্চাশ থেকে ৩৯ ওভারে নেমে এসেছিলো ম্যাচ। শেষ ওভারে বল অভিজ্ঞ স্টার্কের (Mitchell Starc)হাতে তুলে দিয়েছিলেন অজি অধিনায়ক মিচেল মার্শ (Mitchell Marsh)। সাদা বল হাতে নিখুঁত থাকতে পারেন নি বাম হাতি পেসার। তাঁর বিরুদ্ধে ব্যাট হাতে জ্বলে ওঠেন লিভিংস্টোন। গুড লেন্থে পড়া প্রথম ডেলিভারিটিকে লং অনের উপর দিয়ে উড়িয়ে দেন ইংরেজ তারকা। এরপর শর্ট বলের নীতি নেন অস্ট্রেলীয় পেসার। রান পান নি লিভিংস্টোন (Liam Livingstone)। তৃতীয় ডেলিভারিটির ক্ষেত্রে ফের নিশানায় ভুলচুক হয়েছিলো স্টার্কের। লেগ সাইডে পিচ করে তা। পায়ের সামনে থেকে ফ্লিক করে মিড উইকেটের উপর দিয়ে উড়িয়ে দেন লিভিংস্টোন।
পরের বলটি ছিলো ফুলটস। লং অফের উপর দিয়ে ছক্কা হাঁকাতে কোনো সমস্যাই হয় নি আগুনে ফর্মে থাকা ব্যাটারের। ওভারের পঞ্চম ডেলিভারিটিকে শর্ট আর্ম পুল মেরে মিড উইকেটের উপর দিয়ে গ্যালারিতে আছড়ে ফেলেন লিভিংস্টোন (Liam Livingstone)। দিমিত্রি মাসকেরেনহাসের পর দ্বিতীয় ইংল্যান্ড ব্যাটার হিসেবে এক ওভারে পাঁচ ছক্কা মারার রেকর্ডের সামনে দাঁড়িয়ে ছিলেন তিনি। কিন্তু ওভারের শেষ ডেলিভারিকে গ্যালারিতে আছড়ে ফেলতে সক্ষম হন নি। থার্ড ম্যান অঞ্চল দিয়ে চার মারেন লিভিংস্টোন। গতকাল লর্ডসের মাঠে ইংল্যান্ড ব্যাটারদের মধ্যে দ্রুততম ওয়ান ডে অর্ধশতকের রেকর্ড গড়লেন লিভিংস্টোন। অন্যদিকে ওয়ান ডে ক্রিকেটে অস্ট্রেলিয়ার ক্রিকেট ইতিহাসে এক ওভারে সবচেয়ে বেশী রান খরচের লজ্জার নজির জোটে স্টার্কের (Mitchell Starc) ভাগ্যে।
দেখুন লিভিংস্টোনের ব্যাটিং বিক্রম-
🚨STARC CONCEDES THE MOST EXPENSIVE OVER IN ODI CRICKET BY AN AUSTRALIAN. 🚨
– Livingstone smashed 28 runs…!!! 🥶 pic.twitter.com/dWtk5SXhyF
— Mufaddal Vohra (@mufaddal_vohra) September 27, 2024
সহজ জয় পেলো ইংল্যান্ড-
সিরিজের প্রথম দুটি ম্যাচে পরপর জয় ছিনিয়ে নিয়েছিলো অস্ট্রেলিয়া। ঘরের মাঠে ইংল্যান্ড পিছিয়ে পড়ায় অশনি সঙ্কেত দেখেছিলেন ক্রিকেট বিশেষজ্ঞরা। কিন্তু তাঁদের সকলকে ভুল প্রমাণিত করে দারুণ ভাবে প্রত্যাবর্তন ঘটিয়েছে হ্যারি ব্রুকের (Harry Brook) নেতৃত্বাধীন তরুণ দল। টানা দুই ম্যাচ জিতে সমতা ফিরিয়েছে তারা। প্রথম ব্যাটিং করেছিলো স্বাগতিক দেশ। বেন ডাকেট (Ben Duckett) করেন ৬২। চেস্টার লে স্ট্রিটে শতরানের পর লর্ডসেও ৮৭ রানের ধুন্ধুমার ইনিংস খেলেন হ্যারি ব্রুক। এরপর লিয়াম লিভিংস্টোনের (Liam Livingstone) ২৭ বলে ৬২* রানের ফিনিশিং টাচের সৌজন্যে ৩৯ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ৩১২ রান তুলে ফেলে ইংল্যান্ড। জবাবে ব্যাট করতে নামা অস্ট্রেলিয়া গুটিয়ে যায় ১২৬ রানের মধ্যেই। ৪ উইকেট নেন ম্যাথু পটস (Matthew Potts), ব্রাইডন কার্সের ঝুলিতে ৩ উইকেট। হাড্ডাহাড্ডি সিরিজের ফলাফল মিলবে ব্রিস্টলের পঞ্চম ওডিআইতে।
Also Read: IND vs BAN 2nd Test: বৃষ্টি’র কাঁটা দ্বিতীয় দিনেও, চরম সিদ্ধান্ত নিলো ‘বিরক্ত’ টিম ইন্ডিয়া !!