লর্ডসে টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচে চোখে চোখ রেখে ইংল্যান্ডের বিপক্ষে টক্কর দিলেও শেষ পর্যন্ত ভারতীয় দল (IND vs ENG) হারের সম্মুখীন হয়। এর ফলে ব্লু ব্রিগেডরা চলতি টেস্ট সিরিজে ১-২ ব্যবধানে পিছিয়ে পড়েছে। শুভমান গিল (Shubman Gill) পরবর্তী ম্যাচে ঘুরে দাঁড়াতে না পারলে এই টেস্ট সিরিজে পরাজিত হবে ভারত। ফলে নতুন করে কৌশল সাজাচ্ছেন প্রধান কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir)। ২৩ জুলাই থেকে ম্যাঞ্চেস্টারে ভারত বনাম ইংল্যান্ডের (IND vs ENG) চতুর্থ টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হতে চলেছে। তার আগে একাদশে প্রবেশ করলেন এই তারকা ক্রিকেটার। সবচেয়ে বড়ো বিষয় তিনি এখনও পর্যন্ত একটিও আইপিএল ম্যাচ খেলেননি।
Read More: ভরণপোষণ থেকে শুরু করে বেলাগাম খরচ, পাকিস্তানি বোর্ড প্রধানের নামে উঠলো গুরুতর অভিযোগ !!
দলে যোগ দিলেন অভিজ্ঞ তারকা-

রোহিত শর্মা (Rohit Sharma) এবং বিরাট কোহলি (Virat Kohli) ছাড়া নতুন ভারতীয় টেস্ট দল যাত্রা শুরু করেছে। ইংল্যান্ডের বিপক্ষে চলতি টেস্ট সিরিজে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন শুভমান গিল (Shubman Gill)। ব্যাট হাতেও তিনি দুরন্ত ফর্মে রয়েছেন। তবে লর্ডসে ভারতীয় দল মরিয়া লড়াই চালিয়েও শেষ পর্যন্ত ২২ রানে হারের সম্মুখীন হয়। রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja) ব্যাট হাতে দলকে প্রায় জয়ের কাছাকাছি পৌঁছে দিয়েছিলেন। ফলে এই ব্যর্থতা ভারতীয় ক্রিকেট ভক্তরা এখনও মেনে নিতে পারছেন না।
এর মধ্যেই ম্যাঞ্চেস্টারে চতুর্থ টেস্টের জন্য প্রস্তুত হচ্ছে দুই দল। ভারতীয় একাদশে নয় ইংল্যান্ড একাদশে এবার বড়ো পরিবর্তন দেখা গেল। শোয়েব বশিরের (Shoaib Bashir) বদলে দলে এলেন লিয়াম ডসন (Liam Dawson)। লর্ডসে ফিল্ডিং করতে গিয়ে আঙুলে চোটে পেয়েছিলেন শোয়েব বশির। তবে চোট নিয়েই তাকে ম্যাচে বোলিং করতে দেখা গিয়েছিল। আঙ্গুলের হাড়ে চিড় খাওয়ার কারণে ভারতের বিপক্ষে বাকি দুই ম্যাচে খেলতে পারবেন না এই ইংল্যান্ড তারকা।
৮ বছর পর দলে লিয়াম ডসন-

শোয়েব বশির (Shoaib Bashir) দলে ইংল্যান্ড একাদশে অন্যতম গুরুত্বপূর্ণ স্পিনার ছিলেন। ফলে তার পরিবর্তে অভিজ্ঞ স্পিনার লিয়াম ডসনকে (Liam Dawson) দলে নিয়ে এলেন ইংল্যান্ড কর্মকর্তারা। লিয়াম ২০১৬ সালে ভারতের বিপক্ষে চেন্নাইতে ইংল্যান্ডের হয়ে টেস্ট দলে অভিষেক করেছিলেন। তবে জাতীয় দলের হয়ে তিনি শেষ লাল বলের ক্রিকেট খেলেছেন ২০১৭ সালে। দীর্ঘ ৮ বছর পর ইংল্যান্ড একাদশে প্রত্যাবর্তন করে জ্বলে উঠতে পারেন এই তারকা স্পিনার।
ব্যাট হাতেও লিয়াম ডসন (Liam Dawson) দলের হয়ে রান করে থাকেন। তিনি এখনও পর্যন্ত প্রথম শ্রেণীর ক্রিকেটে ২১২ ম্যাচে ১০,৭৩১ রান সংগ্রহ করার সঙ্গে সঙ্গে মোট ৩৭১ টি উইকেট শিকার করেছেন। ইংল্যান্ডের হয়ে ৩ টি টেস্ট ম্যাচ খেলেছেন লিয়াম। এই ৩ ম্যাচে তিনি ৮৪ রান সংগ্রহ করার সঙ্গে সঙ্গে ৭ টি উইকেট তুলে নিয়েছেন। তবে উল্লেখ্য বিষয় যে লিয়াম এখনও পর্যন্ত আইপিএলে (IPL 2025) একটিও ম্যাচে অংশগ্রহণ করেননি।
চতুর্থ টেস্টের জন্য ইংল্যান্ড একাদশ-
বেন স্টোকস (অধিনায়ক), জোফ্রা আর্চার, গাস অ্যাটকিনসন, জ্যাকব বেথেল, হ্যারি ব্রুক, ব্রাইডন কার্স, জ্যাক ক্রাউলি, লিয়াম ডসন, বেন ডাকেট, অলি পোপ, জো রুট, জেমি স্মিথ (উইকেটকিপার), জশ টং, ক্রিস ওকস