১) মহেন্দ্র সিং ধোনি
শুনতে অবাক লাগলেও, মহেন্দ্র সিং ধোনির পক্ষে ২০১৯ বিশ্বকাপের ভারতীয় দলে জায়গা করে নেওয়া বেশ কঠিন কাজ। সত্যি বলতে, বেশ কিছুদিন ধরেই একেবারেই ফর্মে নেই মাহি। মাঝেমধ্যে দু-একটি হাফসেঞ্চুরি করে সমালোচকদের মুখ বন্ধ রাখলেও, তা দিয়ে বিশ্বকাপের দলে জায়গা করে নেওয়া কঠিন কাজ। এই মুহূর্তে তাঁর ঘাড়ে নিশ্বাস ফেলছেন ঋষভ পন্থ। তাই নিজের কেরিয়ারের প্রথম দিকের অবতারে না ফিরতে পারলে, আগামী বিশ্বকাপে তাঁর পক্ষে দলে জায়গা করে নেওয়া মোটেও সহজ কাজ হবে না।