বিশেষ প্রতিবেদন: নজরে ২০১৯ ক্রিকেট বিশ্বকাপ। আর সেটাকে মাথায় রেখেই দল সাজানোর কাজ শুরু করে দিয়েছে ভারতীয় দল। শেষ দুটো বিশ্বকাপে ভারতের অধিনায়ক ছিলেন মহেন্দ্র সিং ধোনি। এবার নতুন অধিনায়ক, অর্থাৎ বিরাট কোহলির তত্ত্বাবধানে বিশ্বকাপে নামবে ভারত। সেই সঙ্গে থাকছেন নয়া কোচ রবি শাস্ত্রীও। অধিনায়ক হিসেবে বিরাট কোহলি ভারতীয় দলকে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে তোলেন। আর ইংল্যান্ডের মাটিতেই হতে চলা ২০১৯ বিশ্বকাপে আরও একটি ধাপ এগিয়ে টিম ইন্ডিয়াকে চ্যাম্পিয়ন করার ব্যাপারে বদ্ধপরিকর ভারত অধিনায়ক।
বিশ্বকাপের আসরে কিছুটা হলেও চাপে থাকবেন কোচ রবি শাস্ত্রী। সাফল্যের মধ্যে থাকা অনিল কুম্বলে সরে যাওয়ার পর তাঁকে ভারতীয় কোচের হট সিটে বসানো হয়েছে। তাই অধিনায়কের মতোই আগামী বিশ্বকাপের জন্য একটা শক্তিশালী দল গড়তে চাইছেন তিনি। বেশ কিছু প্রাক্তন ক্রিকেটার মনে করছেন, বিশ্বকাপের জন্য দল গড়ার ব্যাপারে এখনই মন দিক বিরাট-শাস্ত্রী। আর সেক্ষেত্রে দলে বেশ কিছু নতুন ক্রিকেটার জায়গা করে নেওয়ার পাশাপাশি বাদ পড়তে পারে বেশ কিছু পরিচিত অভিজ্ঞ মুখ।
এবার দেখে নেওয়া যাক কোন চারজন ক্রিকেটার ২০১৯ বিশ্বকাপে ভারতীয় দলে জায়গা নাও পেতে পারেন: