প্রিয়াঙ্কা রায়না
প্রাক্তন ভারতীয় বাঁহাতি বিধংসী ব্যাটসম্যান রূরেশ রায়নার স্ত্রী হলেন প্রিয়াঙ্কা রায়না। সুরেশ রায়না এবং প্রিয়াঙ্কা একে ওপরের বাল্য বন্ধু ছিলেন পরবর্তীতে ২০১৫ সালে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাদের দুটি সন্তান আছে তারা হলো গার্সিয়া এবং রিও। প্রিয়াঙ্কা রায়নার শিক্ষাগত যোগ্যতা হলো তিনি একজন বি টেক। তিনি বিবাহের পূর্বে “Accenture “, “Wipro ” র মতো বড়ো বড়ো সমস্থাতে চাকরি করেছেন।