কিডনি বিকল হয়ে মৃত্যুর মুখে বাংলার ক্রিকেটার, মুখ্যমন্ত্রীর কাছে সাহায্য চাইলেন লক্ষ্মীরতন শুক্লা !! 1

বাংলা ক্রিকেটের উন্নতির কথা মাথায় রেখে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করছে সিএবি (CAB)। তরুণ ক্রিকেটারদের তুলে আনার জন্য তারা জেলা ভিত্তিক ক্লাব ক্রিকেট টুর্নামেন্টগুলিকে আরও নতুন করে সাজাচ্ছে। অন্যদিকে রঞ্জি ট্রফি (Ranji Trophy 2026), বিজয় হাজারে ট্রফির (Vijay Hazare Trophy 2026) মতো টুর্নামেন্টে ভালো পারফর্মেন্স করে উঠে আসার চেষ্টা করছে বাংলা। বর্তমানে এই দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন লক্ষ্মীরতন শুক্লা (Laxmi Ratan Shukla)। তার তত্ত্বাবধানেই আকাশ দীপ (Akash Deep), মহম্মদ শামিরা (Mohammed Shami) বিশেষ নজর কাড়ছেন। এর মধ্যেই এবার এক বাংলার ক্রিকেটারের কিডনি খারাপ হয়ে মরণাপন্ন অবস্থায় পৌঁছানোর খবর সামনে এল।

Read More: “ডবল হান্ড্রেড দেখছি না অনেকদিন…” রোহিত শর্মাকে ব্যঙ্গ করে ভাইরাল রিতিকা সাজদের স্ট্যাটাস !!

কিডনি বিকল বাংলার ক্রিকেটারের-

কিডনি বিকল হয়ে মৃত্যুর মুখে বাংলার ক্রিকেটার, মুখ্যমন্ত্রীর কাছে সাহায্য চাইলেন লক্ষ্মীরতন শুক্লা !! 2
Akash Biswas | Image: Twitter

সৌরভ গাঙ্গুলী (Sourav Ganguly) ভারতীয় ক্রিকেটের আইকন। তাকে আদর্শ হিসেবে সামনে রেখে অসংখ্য বাঙালি তরুণ ক্রিকেটার জাতীয় দলে জায়গা করে নেওয়ার জন্য নিজেদের তৈরি করছেন। এইরকম এক বাংলার প্রতিভাবান তরুণ ক্রিকেটার হলেন আকাশ বিশ্বাস। তিনি দীর্ঘদিন ধরে কালীঘাট স্পোটিং ক্লাবের হয়ে খেলছেন। লেগ স্পিনার হিসেবে নিজের পরিচয় তৈরি করেছেন। এর সঙ্গেই ব্যাটিং‌ও ভালোই করেন।

ক্রিকেটকে জীবনের লক্ষ্য করে এগিয়ে যাওয়ার পথে শারীরিক সমস্যা বর্তমানে তার বাধা হয়ে দাঁড়িয়েছে। দুটো কিডনি খারাপ হয়ে গেছে আকাশের। বেঁচে থাকতে গেলে তার দুটো কিডনি প্রতিস্থাপন করতে হবে। বিপুল টাকা এই মুহূর্তে প্রয়োজন তার‌। কিন্তু ক্লাব ক্রিকেট খেলা ক্রিকেটারের পক্ষে এই অর্থ জোগাড় করা সম্ভব নয়। ফলে বিপাকে পড়েছেন এই তরুণ ক্রিকেটার।

পাশে দাঁড়ালেন লক্ষ্মীরতন শুক্লা-

কিডনি বিকল হয়ে মৃত্যুর মুখে বাংলার ক্রিকেটার, মুখ্যমন্ত্রীর কাছে সাহায্য চাইলেন লক্ষ্মীরতন শুক্লা !! 3
Laxmi Ratan Shukla | Image: Twitter

লক্ষ্মীরতন বর্তমানে বাংলার প্রধান কোচ হিসাবে দলকে স্বপ্ন দেখাচ্ছেন। বৃহস্পতিবার সল্টলেক ক্যাম্পাসে বাংলার কোচিং চলাকালীন তার সঙ্গে দেখা করতে আসেন আকাশ। তিনি এর আগে দু’লক্ষ টাকা তুলে দিয়েছিলেন এই তরুণ ক্রিকেটারের হাতে। আকাশের সঙ্গে তার মায়ের কিডনি ম্যাচ করেছে। তবে অস্ত্রোপচারের খরচ সম্পূর্ণ জোগাড় করতে পারেননি। এই বিষয়ে লক্ষ্মীরতন শুক্লা মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কাছে সাহায্যের আবেদন করলেন।

বাংলার প্রাক্তন অধিনায়ক এই বিষয়ে বলেন,“আকাশের এই অসুস্থতা সত্যিই দুর্ভাগ্যজনক একটি বিষয়। আমি নিশ্চিত যে ও খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে আবারও মাঠে ফিরবে। সেই কারণে আমাদের সকলকে তার পাশে থাকতে হবে। আমি সকলের কাছে অনুরোধ করছি যে এই ক্রিকেটারের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিন।” মৃত্যুর মুখ থেকে ছেলেকে বাঁচাতে মরিয়া মা। তার কাতর আবেদন মুখ্যমন্ত্রী শুনবেন বলেই মনে করছেন বাংলা দলের প্রধান কোচ।

Read Also: লিটন-মুস্তাফিজদের জয়, ‘ভারতবিদ্বেষী’ কর্তাকে ছাঁটাই করলো BCB !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *