lamichhane-acquitted-in-rape-case
India and Nepal players during the Asia Cup 2023 cricket match between India and Nepal held at the Pallekele International Cricket Stadium, Kandy, Sri Lanka on the 4th September, 2023. Photo by: Vipin Pawar / CREIMAS / Asian Cricket Council RESTRICTED TO EDITORIAL USE

ধর্ষণের মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় আঁধার নেমেছিলো নেপালের তারকা ক্রিকেটার সন্দীপ লমিছানের (Sandeep Lamichhane) কেরিয়ারে। মহামান্য বিচারপতি সন্দীপ ধাকালের আদালত তাঁকে গত বছরের ডিসেম্বরে দোষী সাব্যস্ত করে। আট বছরের কারাবাসের শাস্তি ঘোষণা করা হয়। কাঠমাণ্ডু ডিস্ট্রিক্ট কোর্টের সেই রায়দানের মাসখানেকের মধ্যেই স্বস্তি পেলেন তিনি। গত বুধবার পাটন হাইকোর্ট সন্দীপ লমিছানেকে (Sandeep Lamichhane)  নির্দোষ ঘোষিত করেছে। ডিসেম্বরে সাজা ঘোষণার প্রায় দুই বছর আগে সন্দীপের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছিলেন এক নাবালিকা। তিনি প্রশাসনকে জানিয়েছিলেন যে কাঠমান্ডুর সিনামঙ্গল অঞ্চলের একটি হোটেলে নিয়ে গিয়ে তাঁকে ধর্ষণ করেন সন্দীপ। সেই অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু করে পুলিশ।

অভিযোগ দায়ের হওয়ার সময় ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে সিপিএল খেলছিলেন সন্দীপ (Sandeep Lamichhane) । তাঁকে সরিয়ে দেওয়া হয় লীগ থেকে। প্রায় এক মাস দেশেই ফেরেন নি তিনি। সোশ্যাল মিডিয়ায় নিজেকে নির্দোষ দাবী করে বেশ কিছু পোস্ট করতে দেখা গিয়েছিলো তাঁকে। পরে অবশ্য আত্মসমর্পণ করেন। ২০২২ সালের ৬ অক্টোবর তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। প্রাথমিক শুনানি শেষে তাঁকে ৭ দিনের জেল হেফাজত দেওয়া হয়েছিলো। পরে তার মেয়াদ বাড়ে আরও পাঁচ দিন। পরবর্তীতে যা অনির্দিষ্টকালের জন্য বাড়ানো হয়েছিলো। ২০২৩ সালের ১২ জানুয়ারি পাটন হাইকোর্টই তাঁকে শর্তসাপেক্ষে বেল দেয়। এশিয়া কাপেও খেলেন সন্দীপ (Sandeep Lamichhane) । এরপর কাঠমান্ডু ডিস্ট্রিক্ট কোর্ট সাজা শোনালেও আরও একবার ত্রাতার ভূমিকায় এগিয়ে এলো পাটন হাইকোর্টই।

Read More: ভারতীয় কোচে আস্থা নেই BCCI-এর, জয় শাহদের রেডারে এই দুই তারকা বিদেশী !!

টি-২০ বিশ্বকাপে খেলতে পারেন সন্দীপ-

Sandeep Lamichhane | ক্রিকেট | Image: Twitter
Sandeep Lamichhane | ক্রিকেট | Image: Twitter

সন্দীপের হয়ে কোর্টে লড়াই করেছেন রাম নারায়ণ বিদারি, রমন শ্রেষ্ঠা, শম্ভু থাপা, মুরারী সাপকোটার মত অভিজ্ঞ আইনজীবী। তাঁদের মিলিত প্রচেষ্টার ফসল হিসেবেই পাটন হাইকোর্টে নির্দোষ প্রমাণিত হয়েছেন ২৩ বছরের ক্রিকেটার। তাঁর মুক্তির খবর উল্লাস নেপাল ক্রিকেট দলের অনুরাগীদের মধ্যে। এই বছরই প্রথমবার আইসিসি আয়োজিত কোনো মেগা টুর্নামেন্টে অংশ নিতে চলেছে নেপাল। ওয়েস্ট ইন্ডিজ ও মার্কিন যুক্তরাষ্ট্রের মাটিতে আয়োজিত হতে চলা টি-২০ বিশ্বকাপে খেলবে তারা। রোহিত পউডেলের অধিনায়কত্বে ইতিমধ্যে নেপাল ক্রিকেট সংস্থা ১৫ সদস্যের দল ঘোষণা করে থাকলেও ২৫ মে অবধি সেই দলে রদবদলের সুযোগ রয়েছে। সন্দীপ লমিছানেকে  (Sandeep Lamichhane) অবশ্যই সুযোগ দেওয়া হবে বলে মনে করা হচ্ছে।

ক্রিকেটবিশ্বে নেপালের পতাকা প্রথম উড়িয়েছিলেন লমিছানেই। প্রতিভাবান স্পিনার বিশ্বের নানা প্রান্তে ফ্র্যাঞ্চাইজি টি-২০ লীগ খেলেছেন। অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ, বাংলাদেশের বিপিএল, ওয়েস্ট ইন্ডিজের সিপিএলের মত ভারতের আইপিএলেও (IPL) অংশ নিয়েছেন তিনি। চাপিয়েছেন দিল্লী ক্যাপিটালস দলের জার্সি। আন্তর্জাতিক আঙিনাতেও নেপালের জার্সিতে বেশ চমকপ্রদ তাঁর পরিসংখ্যান। ৫১ একদিনের ম্যাচে তুলে নিয়েছিলেন ১১২ উইকেট। আন্তর্জাতিক টি-২০’র আঙিনাতেও ৫২ ম্যাচে ৯৮ উইকেট রয়েছে তাঁর। মাত্র ২১ বছর বয়সে পেয়েছিলেন নেপাল দলের অধিনায়কের দায়িত্ব’ও। ওডিআই ক্রিকেটে দ্রুততম ১০০ উইকেটের মালিক সন্দীপ । তাঁর প্রত্যাবর্তন নেপাল ক্রিকেটের জন্য আশাপ্রদ বলেই মনে করা হচ্ছে।

Also Read: IPL 2024: প্লে-অফেও দেখা যাবে ধোনি বনাম বিরাট? হরভজনের মন্তব্য ঘিরে হইচই ক্রিকেটদুনিয়ায় !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *