আসন্ন এশিয়া কাপের (Asia Cup 2025) জন্য বর্তমানে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত ভারতীয় দল। অন্যদিকে এই বছর চ্যাম্পিয়ন্স ট্রফি (CT 2025) জয় করার আগে গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 WC 2024) জেতে ব্লু ব্রিগেডরা। রোহিত শর্মার (Rohit Sharma) নেতৃত্বে আরও একটি বিশ্বকাপ জয় দেখার স্বপ্ন সার্থক করে ভারতীয় ভক্তরা। তবে ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম ভারতীয় দল ট্রফি জয় করে ইতিহাস তৈরি করেছিল। এই টুর্নামেন্টে মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni) দলকে নেতৃত্ব দিয়েছিলেন। তবে অলরাউন্ডার হিসেবে সবচেয়ে বেশি প্রভাব ফেলেছিলেন যুবরাজ সিং (Yuvraj Singh)। এবার এই তারকা ক্রিকেটারেকে নিয়ে এক অজানা গল্প সামনে আনলেন ললিত মোদি।
Read More: এশিয়া কাপের জন্য দুবাই রওয়ানা হচ্ছে টিম ইন্ডিয়া, যাচ্ছেন না জয়সওয়াল-রিয়ান সহ এই তারকারা !!
যুবরাজের রেকর্ড-

২০০৭ সালে প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 WC) আসর বসেছিল দক্ষিণ আফ্রিকায়। এই টুর্নামেন্টে মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) নেতৃত্বে লড়াই করার জন্য মাঠে নেমেছিল ভারত। অনেক ক্রিকেট বিশেষজ্ঞ ভাবতে পারেনি ব্লু ব্রিগেডরা ট্রফি জয় করে ইতিহাস তৈরি করতে পারে। টুর্নামেন্টে বল এবং ব্যাট দুই বিভাগেই দাপটের সঙ্গে পারফর্মেন্স করেছিলেন যুবরাজ সিং (Yuvraj Singh)। তিনি ৬ ম্যাচে ১৪৮ রান সংগ্রহ করেন।
তবে সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা হল এই টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে এই তারকা অলরাউন্ডার পরপর ৬ বলে ৬ টি ছয় মেরে ইতিহাস তৈরি করেছিলেন। ইংলিশ পেসার স্টুয়ার্ট ব্রডের জন্য এটি একটি অধ্যায় লেখা হয় সেদিন। বিশ্বকাপের ইতিহাসে এই রেকর্ড খুবই বিরল। উল্লেখ্য টি-টোয়েন্টিতে দেশের হয়ে ৫৮ ম্যাচে ১,১৭৭ রান সংগ্রহ করার সঙ্গে সঙ্গে মোট ২৮ টি উইকেট সংগ্রহ করেছেন যুবরাজ (Yuvraj Singh)।
সামনে এলো অজানা গল্প-

আইপিএলের (IPL 2025) প্রাক্তন চেয়ারপার্সন ললিত মোদি (Lalit Modi) সম্প্রতি এক আলাপচারিতায় অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক মাইকেল ক্লার্কের (Michael Clarke) সঙ্গে যুবরাজ সিংয়ের (Yuvraj Singh) বিষয়ে অজানা তথ্য ভাগ করে নেন। তিনি উল্লেখ করেন যে এই তারকা ব্যাটসম্যানের ৬ বলে ৬ মারার ব্যাটের পরিবর্তে তিনি একটি দামি গাড়ি উপহার দিয়েছিলেন। ললিত মোদি বলেন, “২০০৭ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ভারতীয় ক্রিকেটারদের একটি প্রস্তাব দিয়েছিলাম।
টুর্নামেন্টে কেউ যদি এক ওভারে ছটি ছয় মারে বা ছটি উইকেট নিতে পারে তাহলে তাকে আমি একটি পোর্শা গাড়ি উপহার দেবো। যুবরাজ ৬ বলে ৬ টি ছক্কা মারার পর আমার কাছে ছুটে আসেন। আমি তখন বলেছিলাম তোমার ব্যাটটি আমায় দাও।” উল্লেখ্য প্রাক্তন আইপিএল চেয়ারম্যান যুবরাজকে (Yuvraj Singh) দামি গাড়ি উপহার দিয়েছিলেন তার বদলে ছয় বলে ৬ মারা ব্যাটটি চেয়ে নেন। সেই ব্যাট এখনও ললিত মোদি বাড়িতে সযত্নে নিজের কাছে রেখেছেন।