Lalit Modi বলিউড অভিনেত্রী সুস্মিতা সেনের সঙ্গে করেছেন ডেট, সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন রোমাণ্টিক ছবি

Lalit Modi: ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (IPL) ফাউন্ডার ললিত মোদি বলিউড অভিনেত্রী সুস্মিতা সেনের (Sushmita Sen) সঙ্গে প্রেমের সম্পর্কে রয়েছেন। এই বিষয়ে স্বয়ং ললিত মোদি (Lalit Modi) নিজের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে ছবি শেয়ার করে জানিয়েছেন। ললিত মোদি ২০১০ সাল থেকে বিদেশে রয়েছেন। অন্যদিকে সুস্মিতা সেনও বর্তমানে বলিউডে (Bollywood) খুব বেশি সক্রিয় নন। এই অবস্থায় দুজনের সম্পর্কের খবর সামনে আসায় ক্রিকেট জগত এবং ফিল্মি দুনিয়ায় হইচই পড়ে গিয়েছে।

Lalit Modi  সুস্মিতা সেনের সঙ্গে করলেন ছবি শেয়ার

Lalit Modi

বিশ্বকে সবচেয়ে বড় ক্রিকেট মঞ্চ ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ দিয়েছিলেন ললিত মোদি। কিন্তু প্রতারণার অভিযোগের পর থেকে তিনি ক্রিকেট জগত থেকে দূরে সরে যান। প্রায়শই তিনি সোশ্যাল মিডিয়ায় ক্রিকেট সম্পর্কিত বিষয়ে নিজের মতামত দেন। কিন্তু আজ ১৪ জুলাই ললিত মোদি ৯০ এর দশকের জনপ্রিয় অভিনেত্রী তথা বিশ্ব সুন্দরী সুস্মিতা সেনের সঙ্গে একটি ছবি শেয়ার করে হইচই ফেলে দিয়েছেন।

ললিত মোদি ইনস্টাগ্রামে ছবি শেয়ার করে ক্যাপশনে সুস্মিতা সেনকে নিজের অর্ধাঙ্গিনী বলে উল্লেখ করেছেন। তিনি ক্যাপশনে লেখেন,

“একটা ওয়ার্ল্ড ট্যুরের পর এখন লন্ডনে ফিরে এসেছি, পরিবারের সঙ্গে আর নিজের বেটার হাফ সুস্মিতা সেনকে মেনশন করা ভুলতে চাই না। একটু নতুন শুরু, একটা নতুন জীবন”।

https://www.instagram.com/p/Cf_uKEcgzea/?utm_source=ig_embed&ig_rid=31a4699f-775a-405c-8ca7-6e7cda6eedfa

Lalit Modi-র জীবন নিয়ে তৈরি হচ্ছে সিনেমা

Lalit Modi বলিউড অভিনেত্রী সুস্মিতা সেনের সঙ্গে করেছেন ডেট, সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন রোমাণ্টিক ছবি 1

প্রসঙ্গত, কিছুদিন আগেই ললিত মোদির জীবন নির্ভর সিনেমা তৈরি হওয়ার খবর সামনে এসেছিল। এই অবস্থায় এখন তার প্রণয় সম্পর্কের কথা এইভাবে খোলসা হওয়ায় চারদিকে হইচই পড়ে গিয়েছে। ললিত মোদির জীবন নির্ভর ছবির কথা ঘোষণা হয়ে গিয়েছে। এই বিষয়ে ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ একটি টুইট করে জানিয়েছিলেন। এই ছবি তৈরির দায়িত্ব নিয়েছেন ভারতের প্রথম বিশ্বকাপ জয়ের কাহিনী নিয়ে বানানো ছবি ‘৮৩’ এবং থালাইভা ছবির প্রোডিউসার বিষ্ণু বর্ধন ইন্দুরি। তিনি এর আগেও খেলা নিয়ে ছবি তৈরি করেছেন।

ললিত মোদি আর বিসিসিআইয়ের মধ্যে হয়েছিল ঝামেলা

Lalit Modi বলিউড অভিনেত্রী সুস্মিতা সেনের সঙ্গে করেছেন ডেট, সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন রোমাণ্টিক ছবি 2

প্রসঙ্গত, ভারতীয় টি-২০ লীগ আইপিএল তৈরিতে ললিত মোদির গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। ললিত মোদি প্রথম আইপিএলের সভাপতি ছিলেন আর তার নেতৃত্বেই এই পয়সাবহুল টি-২০ লীগ লঞ্চ হয়েছিল। তবে, পরে বিসিসিআইয়ের সঙ্গে তার সম্পর্ক বিগড়ে যায় আর তার উপর বেশকিছু অভিযোগও আনা হয়। ললিত মোদি দীর্ঘদিন ধরেই দেশের বাইরে রয়েছেন। সম্প্রতিই আইপিএল ২০২৩-২৭ এর মিডিয়া রাইট ৪৮ হাজার কোটিরও বেশি টাকায় বিক্রি করেছে বিসিসিআই। আইপিএলের টিভি রাইটস কিনেছে স্টার এবং ডিজিটাল রাইটস কিনেছে ভায়কম ১৮। আজ আইপিএলের এত জনপ্রিয়তা ললিত মোদিরই দেন।

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *