আগামী নভেম্বর মাস থেকে শুরু হচ্ছে মহারণ। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বর্ডার-গাওস্কর ট্রফির (BGT 2024-25) লড়াইতে নামতে চলেছে টিম ইন্ডিয়া (Team India)। ২০১৭ সাল থেকে দুই হেভিওয়েটের লড়াইতে একাধিপত্য দেখিয়ে এসেছে ভারত। হোম হোক বা অ্যাওয়ে-ভেন্যু যাই হোক না কেন, উড়েছে তেরঙ্গা পতাকাই। ২০১৮-১৯ ও ২০২০-২১ মরসুমে দুইবার ব্যাগি গ্রিনদের ডেরায় তাদের হারিয়ে ইতিহাস তৈরি করেছেন বিরাট-রোহিত’রা। এবার জিততে পারলে টানা তৃতীয়বার অস্ট্রেলিয়াকে তাদের ঘরের মাঠে ধরাশায়ী করার বিরল নজির স্থাপন করতে পারে ‘মেন ইন ব্লু।’ ক্রিকেট ইতিহাসে এই রেকর্ড অন্য কোনো দলের ঝুলিতে নেই। এতদিন বর্ডার-গাওস্কর ট্রফিতে থাকত চারটি করে টেস্ট। এবার অ্যাসেজের মতই পাঁচ টেস্টের হবে সিরিজ, যা বাড়তি উন্মাদনা তৈরি করেছে ক্রিকেটজনতার মধ্যে।
Read More: বাংলাদেশের এই ক্রিকেটারের থেকে সাবধান থাকতে হবে ভারত’কে, একাই বদলে দিতে পারেন ম্যাচের মোড় !!
ইতিমধ্যে প্রকাশিত হয়েছে BGT-র সূচি-
অগস্ট মাসেই বর্ডার-গাওস্কর ট্রফির (BGT 2024-25) ক্রীড়াসূচি প্রকাশ করে দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। ২২ থেকে ২৬ নভেম্বর পারথ-এর অপটাস স্টেডিয়ামে হবে প্রথম ম্যাচটি। দ্বিতীয় ম্যাচটি রয়েছে অ্যাডিলেডে। শুরু হবে ডিসেম্বর মাসের ৬ তারিখ, চলবে ১০ তারিখ অবধি। ২০২২ সালে শেষবার দিন-রাতের টেস্ট খেলেছিলো ভারত। অ্যাডিলেডে ফের একবার পিঙ্ক বলের পরীক্ষার সম্মুখীন হতে চলেছে তারা। ১৪ থেকে ১৮ ডিসেম্বর বর্ডার-গাওস্কর ট্রফির তৃতীয় ম্যাচটি রয়েছে ব্রিসবেনের গাব্বায়। ২০২১-এ এখানেই অজি দূর্গের পতন ঘটিয়ে সিরিজ জয় সম্পূর্ণ করেছিলো ভারত। সেই সুখস্মৃতি আত্মবিশ্বাস যোগাবে দল’কে। এরপর মেলবোর্নে রয়েছে বক্সিং ডে টেস্ট। নতুন বছরে সিডনি ক্রিকেট গ্রাউন্ড অপেক্ষা করে থাকবে ভারতের জন্য। ৩ থেকে ৭ জানুয়ারি’র পঞ্চম টেস্টটি দিয়ে দাঁড়ি পড়বে বর্ডার-গাওস্কর ট্রফিতে (BGT 2024-25)।
এক নজরে BGT-র সূচি-
ম্যাচ নং | তারিখ | ভেন্যু |
প্রথম টেস্ট ম্যাচ | ২২-২৬ নভেম্বর | পারথ্ |
দ্বিতীয় টেস্ট ম্যাচ | ৬-১০ ডিসেম্বর | অ্যাডিলেড |
তৃতীয় টেস্ট ম্যাচ | ১৪-১৮ ডিসেম্বর | ব্রিসবেন |
চতুর্থ টেস্ট ম্যাচ | ২৬-৩০ ডিসেম্বর | মেলবোর্ন |
পঞ্চম টেস্ট ম্যাচ | ৩-৭ জানুয়ারি | সিডনি |
নির্বাসিত হতে পারেন লাবুশেন-
ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজে অস্ট্রেলিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য হতে চলেছেন মার্নাস লাবুশেন (Marnus Labuschagne)। আপাতত তাঁকে নিয়েই খানিক চিন্তায় অজি ক্রিকেটমহল। নেপথ্যে ঘরোয়া টি-২০ ম্যাচের একটি ঘটনা। টি-২০ ম্যাক্স সিরিজের সেমিফাইনালে লাবুশেনের রেডল্যান্ডসের বিরুদ্ধে মাঠে নেমেছিলো ভ্যালিস। ব্রিসবেনে আম্পায়ারের একটি সিদ্ধান্ত পছন্দ হয় নি অস্ট্রেলীয় তারকার। ভ্যালিস দলের ব্যাটার হিউ ওয়েবজেন-কে (Hugh Weibgen) নট-আউট ঘোষণা করা হয়েছিলো। আম্পায়ার জানান বল ব্যাট স্পর্শ করার পর মাটি ছুঁয়েছিলো, তারপর ক্যাচ তালুবন্দী করেছিলেন ফিল্ডার। কিন্তু মানতে রাজী ছিলেন না লাবুশেন (Marnus Labuschagne)। তাঁর মনে হয়েছিলো যে বল ভূমি স্পর্শ না করেই জমা পড়েছিলো ফিল্ডারের হাতে। তিনি ক্রমাগত তাই নিয়ে তর্ক করতে থাকেন আম্পায়ারের সাথে।
রেডল্যান্ডস অধিনায়কের আপত্তির পরেও অবশ্য নিজের সিদ্ধান্ত বদলান নি আম্পায়ার। উলটে হিতে বিপরীত হয়। ম্যাচ শেষে নিজের রিপোর্টে লাবুশেনের (Marnus Labuschagne) বিরুদ্ধে নিয়মবিধি ভাঙার অভিযোগ আনেন তিনি। তার পরেই তারকা ক্রিকেটারকে লেভেল-২ অপরাধে দোষী সাব্যস্ত করা হয়েছে। জানা গিয়েছে যে চলতি সপ্তাহেই ম্যাচ রেফারি কথা বলবেন তাঁর সাথে। দক্ষিণ আফ্রিকান বংশোদ্ভূত অজি তারকাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হবে। তাঁর বক্তব্যে যদি সন্তুষ্ট না হন ম্যাচ রেফারি তাহলে কড়া শাস্তি পেতে পারেন লাবুশেন। হতে পারেন নির্বাসিত’ও। সামনেই ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজ রয়েছে অস্ট্রেলিয়ার। নির্বাসিত হলে সেখানেও অনিশ্চিত হয়ে পড়তে পারেন মার্নাস।