IPL 2025: এই বছর আইপিএলের একাধিক অপ্রত্যাশিত ঘটনা টুর্নামেন্টের গতি অনেকটাই মন্থর করে দিয়েছে। শনিবার থেকে পুরোনো ছন্দে এই বছরের আইপিএল ফিরবে। কিন্তু ক্রীড়াসূচিতে পরিবর্তন ঘটায় একাধিক বিদেশি তারকা বাকি মরসুমের জন্য ফ্রাঞ্চাইজিগুলির সঙ্গে যোগ দেবেন না। ফলে দলগুলি বর্তমানে সমস্যার মধ্যে পড়েছে। বিকল্প ক্রিকেটার খুঁজতেও তারা ইতিমধ্যেই শুরু করে দিয়েছে। তারকা ব্যাটসম্যান জস বাটলারকে (Jos Buttler) নিয়েও গুজরাট টাইটান্স (Gujarat Titans) চিন্তার মধ্যে রয়েছে। এর মধ্যেই পিএসল (PSL 2025) ছেড়ে গুজরাটে যোগ দিচ্ছেন এই শ্রীলঙ্কান তারকা।
Read More: IPL 2025: আইপিএল থেকে সরে দাঁড়াচ্ছেন উইল জ্যাকস, বাধ্য হয়েই বিকল্প খুঁজে নিলো মুম্বই ইন্ডিয়ান্স !!
বাটলারকে পাবে না গুজরাট-

এই বছর আইপিএলে গুজরাট টাইটান্স (Gujarat Titans) শুভমান গিলের (Shubman Gill) নেতৃত্ব দুরন্ত ফর্মে রয়েছে। তারা ইতিমধ্যেই ১১ ম্যাচের মধ্যে ৮ ম্যাচে জয় তুলে নিয়ে পয়েন্ট তালিকায় শীর্ষে পৌঁছে গেছে। দলের ব্যাটিং অর্ডারে জস বাটলার (Jos Buttler) যথেষ্ট ভরসা দিচ্ছিলেন। তিনি এখনও পর্যন্ত চলতি আইপিএলে ১১ ম্যাচে ৫০০ রান সংগ্রহ করেছেন। তার ব্যাট থেকে এসেছে ৫ টি অর্ধশতরান। কিন্তু আইপিএল (IPL 2025) পুরায়ান শুরু হলেও প্লে অফের ম্যাচগুলি খেলতে পারবেন না এই তারকা ব্যাটসম্যান। উল্লেখ্য ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ড ২৫ মে পর্যন্ত আইপিএল খেলার জন্য ক্রিকেটারদের ছাড়পত্র দিয়েছে। গুজরাট (GT) লিগ পর্বের শেষ ম্যাচ ২৫ মে চেন্নাই সুপার কিংসের (CSK) বিপক্ষে খেলবে। এই ম্যাচের পর জস বাটলার (Jos Buttler) দেশে ফিরে যাবেন। গুজরাটের শেষ চারে পৌঁছানো প্রায় নিশ্চিত। ফলে প্লে অফে এই তারকা ব্যাটসম্যানে না থাকা শুভমান গিলকে চিন্তার মধ্যে রেখেছে।
পিএসএল ছেড়ে গুজরাটে কুশল মেন্ডিস-

জস বাটলারের (Jos Buttler) পরিবর্ত হিসাবে ইতিমধ্যেই কুশল মেন্ডিসকে (Kusal Mendis) বেছে নিয়েছে গুজরাট টাইটান্স (GT)। তিনি খুব তাড়াতাড়ি এই দলের সঙ্গে যোগ দেবেন। কিন্তু ২৬ মে থেকেই এই পরিবর্তন কার্যকর হবে। উল্লেখ্য এই বছর পিএসএলে (PSL 2025) কোয়াটা গ্ল্যাডিয়েটর্সের হয়ে অংশগ্রহণ করেছিলেন কুশল মেন্ডিস (Kusal Mendis)। এই দলের হয়ে ৭ মে তিনি শেষ ম্যাচে অংশগ্রহণ করেছিলেন। কিন্তু ভারত-পাক যুদ্ধ পরিস্থিতির মধ্যে পিএসএলও (PSL 2025) মাঝপথে স্থগিত হয়ে যায়। এই টুর্নামেন্ট অবার শুরু হলেও নিরাপত্তার কারণে কুশল মেন্ডিস (Kusal Mendis) আর ফিরবেন না বলে জানিয়ে দিয়েছেন। সেই কারণেই তিনি পিএসএল ছেড়ে আইপিএলে যোগ দিতে চলেছেন। উল্লেখ্য এই শ্রীলঙ্কান তারকা ২০২৫ পিএসএলে ৫ ম্যাচে ১৬৮ স্ট্রাইক রেটে ১৪৩ রান সংগ্রহ করেছেন। এছাড়াও আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে কুশল মেন্ডিসের (Kusal Mendis) ৭৮ ম্যাচে ১৯২০ রান আছে।