IPL 2026: আইপিএলের আগেই বড় চমক রাজস্থান রয়্যালসের, রাহুল দ্রাবিড়ের জায়গায় এন্ট্রি নতুন হেড কোচের !! 1

আইপিএল (IPL) বিশ্ব ক্রিকেটে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে নতুন বিপ্লব এনেছে। এই টুর্নামেন্ট ২০ ওভারের ক্রিকেটকে দিয়েছে নতুন দিশা। টুর্নামেন্টে প্রতি বছর অসংখ্য ক্রিকেটার অংশগ্রহণ করে থাকেন। তরুণ প্রজন্মের ভরসার মঞ্চ হয়ে উঠেছে ভারতের সবচেয়ে জনপ্রিয় এই টি-টোয়েন্টি লিগ। ফলে সারা বছর ধরেই ফ্র্যাঞ্চাইজিগুলি প্রস্তুতিতে ব্যস্ত থাকে। সাম্প্রতিক সময় রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) প্রধান কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছিলেন রাহুল দ্রাবিড় (Rahul Dravid)। এবার এই পদের জন্য যোগ্য প্রার্থীর খোঁজ পাওয়া গেলো।

Read More: Asia Cup 2025: ব্যাটিং বিপর্যয়ে ডুবলো বাংলাদেশ, এশিয়া কাপের ইতিহাসে প্রথমবার ফাইনালে ভারত-পাক দ্বৈরথ !!

দায়িত্বে ফিরছেন সাঙ্গাকারা-

IPL 2026: আইপিএলের আগেই বড় চমক রাজস্থান রয়্যালসের, রাহুল দ্রাবিড়ের জায়গায় এন্ট্রি নতুন হেড কোচের !! 2
Kumar Sangakkara | Images: Getty Images

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 WC) ভারতীয় দল ট্রফি জয় করে ইতিহাসের পাতায় নাম লেখায়। এই সময় জাতীয় দলের প্রধান কোচের দায়িত্বে ছিলেন রাহুল দ্রাবিড় (Rahul Dravid)। তিনি ব্লু ব্রিগেডদের দায়িত্ব শেষ করার পর আইপিএলে (IPL 2025) রাজস্থান রয়্যালসের (RR) প্রধান কোচ হিসেবে আসেন। তবে দলে সেইভাবে প্রভাব ফেলতে পারেননি। অন্যদিকে পরবর্তী আইপিএলের আগে দ্রাবিড় রাজস্থানের প্রধান কোচের পদ থেকে বিদায় নিয়েছেন সম্প্রতি।

এবার এই পদে ফিরতে চলেছেন শ্রীলঙ্কার কিংবদন্তি ক্রিকেটার কুমার সাঙ্গাকারা (Kumar Sangakkara)। বর্তমানে তিনি এই দলের ক্রিকেট অফ ডিরেক্টরের পদে রয়েছেন। রাহুলের আগে সাঙ্গাকারাকে এই দলের প্রধান কোচের দায়িত্ব সামলাতে দেখা গিয়েছিল। তার তত্ত্বাবধানেই দলটি দু’বার প্লে অফে জায়গা করে নেয়। তার মধ্যে ২০২২ সালের আইপিএলে সঞ্জু স্যামসন (Sanju Samson) ফাইনালেও প্রবেশ করেছিল। ফলে সাঙ্গাকারা রাজস্থানের প্রধান কোচ হিসেবে এলে দল সফলতা পাবে বলেই বিশেষজ্ঞরা মনে করছেন।

ছন্দে ছিলো না রাজস্থান-

IPL 2026: আইপিএলের আগেই বড় চমক রাজস্থান রয়্যালসের, রাহুল দ্রাবিড়ের জায়গায় এন্ট্রি নতুন হেড কোচের !! 3
Riyan Parag and Sanju Samson | Images: Getty Images

এই বছর আইপিএলে প্রথম থেকেই একাধিক সমস্যার মধ্যে ছিল রাজস্থান রয়্যালস। সঞ্জু স্যামসনের চোটের কারণে বেশ কিছু ম্যাচে তিনি অধিনায়কের দায়িত্ব পালন করতে পারেননি। তার বদলে রিয়ান পরাগ (Riyan Parag) নেতৃত্বের দায়িত্ব সামলে ছিলেন। কিন্তু তারা লিগ পর্বে ১৪ ম্যাচে মধ্যে ১০ ম্যাচেই লজ্জাজনক হারের সম্মুখীন হয়। এর ফলে প্লে অফে জায়গা করে নিতে পারেনি রাজস্থান। ৯ ম্যাচে মাত্র ২৮৫ রান সংগ্রহ করেছিলেন সঞ্জু (Sanju Samson)।

এইরকম পরিস্থিতিতে আগামী বছর আইপিএলের আগেই তারকা ব্যাটসম্যানকে ছেড়ে দিতে পারে দল। অন্যদিকে কুমার সাঙ্গাকারা (Kumar Sangakkara) এখনও অফিশিয়ালি প্রধান কোচের দায়িত্ব না পেলেও তিনি ইতিমধ্যেই দল গোছানো কাজে মাঠে নেমে পড়েছেন। ফলে ২০২৬ আইপিএলে (IPL 2026) রাজস্থান রয়্যালসের শক্তিশালী প্রতিপক্ষ হিসেবে টুর্নামেন্টে প্রভাব‌ ফেলতে পারে। উল্লেখ্য ২০০৮ সালে উদ্বোধনী মরসুমে রাজস্থান প্রথমবার আইপিএল ট্রফি জয় করেছিল। তারপর তারা আর চ্যাম্পিয়ন হতে পারিনি।

Read Also: “কাজের বেলায় অষ্টরম্ভা…” বাংলাদেশের বিরুদ্ধে নড়বড়ে ব্যাটিং পাকিস্তানের, নেটদুনিয়ায় পড়তে হলো তোপের মুখে !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *