জমে উঠেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ (T20 World Cup 2024) এর আসর। ভারতীয় দল ইতিমধ্যে সুপার এইটের জন্য কোয়ালিফাই করে ফেলেছে। ভারতীয় দলের সঙ্গে একই গ্রুপে আফগানিস্তান, বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতকে সুপার এইটের ম্যাচ খেলতে হবে। সুপার এইটের প্রথম ম্যাচটি ভারতীয় দল আগামী ২০জুন আফগানদের বিরুদ্ধে খেলতে চলেছে।
চলতি বিশ্বকাপে ভারতীয় দল প্রথম তিনটি ম্যাচ জিতেই বিশ্বকাপ সুপার এইটের জন্য যোগ্যতা অর্জন করে নিয়েছিল। এবার ভারতীয় দলের পালা সুপার এইটের মঞ্চে কামাল দেখিয়ে সেমিফাইনালে পৌঁছানোর। ভারতীয় দল প্রথম তিনটি ম্যাচ খেলেছিল নিউইয়র্কে আর বাঁকি ম্যাচগুলো ভারতকে ওয়েস্ট ইন্ডিজে উড়ে গিয়েছে। উইন্ডিজে বেশ কিছু উইকেটে স্পিনারদের তারতম্য দেখতে পাওয়া যাবে। যে কারণেই ভারতীয় দলে হতে চলেছে মেগা পরিবর্তন।
দল থেকে বাদ পড়তে চলেছেন রবীন্দ্র জাদেজা
ভারতীয় দল থেকে বাদ পড়তে চলেছেন রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja)। ভারতীয় দলের এই তুখর অলরাউন্ডার চলতি বিশ্বকাপে হয়েছেন সম্পূর্ণরূপে ফ্লপ। ব্যাট হাতে পাকিস্তানের বিরুদ্ধে সুযোগ পেয়েছিলেন জাদেজা, তবে তিনি রান বানাতে হয়েছিলেন ব্যার্থ। এরপর ৩ ম্যাচে বল হাতে একটিও উইকেট নিতে পারেননি তিনি। তার দলে থাকা না থাকা সমান হয়ে দাঁড়িয়েছে, ভারতীয় দলের হয়ে মেগা ম্যাচে কামব্যাক করতে চলেছেন কুলদীপ যাদব (Kuldeep Yadav)।
আইপিএল ২০২৪-এ, কুলদীপ যাদব দিল্লি ক্যাপিটালস দলের হয়ে খেলার সময় দুর্দান্ত পারফরম্যান্স করেছিলেন এবং তিনি ১১ ম্যাচে ১৬ উইকেট নিয়েছিলেন। ওভার পিছু ৯’এর কম রান দিয়েছেন তিনি। সাদা বলের ক্রিকেটে গত বছর সর্বাধিক উইকেট নিয়েছিলেন তিনি, দুরন্ত পারফরমেন্স করেও জাতীয় দলে সুযোগ পাননি তিনি। জাদেজার অলরাউন্ডিং ভূমিকার উপর নজর রেখেই তাকে লাগাতার সুযোগ দিচ্ছে টিম ম্যানেজমেন্ট।
দলে এন্ট্রি নিচ্ছেন কুলদীপ যাদব
তবে সুপার এইটের ম্যাচে ভারতীয় দল আর বেশি পরীক্ষা-নিরীক্ষা করতে চাইবে না, এবার সরাসরি দলের সেরা স্পিনার কুলদীপ যাদবকে সুযোগ দিতে চলেছেন অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। জানা গিয়েছে, এটা বিসিসিআইয়ের প্রথম থেকেই পরিকল্পনা ছিল যে আমেরিকা যুক্তরাষ্ট্র থেকে যখন ভারতীয় দল ওয়েস্ট ইন্ডিজের উদ্যেশ্যে রওনা দেবে সেই সময়ে ভারতীয় দলে এন্ট্রি নেবেন কুলদীপ যাদব।
ভারতীয় দলের জার্সিতে দুর্ধর্ষকর প্রদর্শন দেখিয়েছেন তিনি। টি-টোয়েন্টি ফরম্যাটে একমাত্র ভারতীয় বোলার হিসেবেই তিনি দুইবার পাঁচটার বেশি উইকেট নিয়েছেন। এমনকি বল হাতে এই ফরম্যাটে ৩৫ ম্যাচে ৫৯ উইকেট নিয়েছেন ও ওভার পিছু ৬.৭৫ রান দিয়েছেন।